শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে তদন্তে ইউজিসির কমিটি শিবগঞ্জের মাঝিহট্টে জামায়াতের গণসংযোগ ও আর্থিক সহযোগিতা কিশোরগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জাবি রোভার স্কাউট গ্রুপের দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক সভা অনুষ্ঠিত জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে পুলিং এজেন্ট ট্রেইনার কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলো স্বামী আবাবিল যুব সংগঠন এর “অন্ত: উপজেলা জুলাই স্মৃতিচারণ রচনা প্রতিযোগিতা শুরু” দ্বিতীয় শ্রেনীর শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক’কে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থলুট যদি টাকার বিনিময়ে ভোট বিক্রি করে এমপি নির্বাচিত করেন, আপনারা খাবেন একদিন, এমপি খাবে পাঁচ বছর সেদিন কি ঘটেছিল মাভাবিপ্রবি শিক্ষকের সাথে? জাবিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসে শ্রমিক আহত বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ চৌদ্দগ্রামে দারুল উলুম মাদ্রাসা পরিদর্শনে ইউএনও জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না: প্রেস সচিব প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত পাঁচবিবির জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসিক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত দুমকী উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ক্যান্সারে আক্রান্ত লাকীর জীবন বাঁচাতে ময়মনসিংহে চিত্রপ্রদর্শনী ও বিক্রয় আয়োজন

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

অ্যাকিউট মেয়লুব্লাস্টিক লিউকিমিয়া নামক মরণঘাতী ব্লাড ক্যান্সারে আক্রান্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাজনীন সুলতানা লাকীর চিকিৎসা সহায়তায় ময়মনসিংহে আয়োজন করা হয়েছে ‘চিত্রপ্রদর্শনী ও বিক্রয়’ অনুষ্ঠান।

শুক্রবার (১৮ জুলাই) ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে চিত্র প্রদর্শনী ও বিক্রয় অনুষ্ঠিত হয়েছে। কবি, সংগঠক ও সরকারি চাকরিজীবী লাকীর জীবন বাঁচাতে তার সহপাঠী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে আগামীকাল ১৯ জুলাই বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জয়নুল আবেদীন পার্কে আবারও চিত্র প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম চলমান থাকবে।

লাকী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি কর্মরত আছেন সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিডি) বিভাগে। শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত লাকী নিজেকে যুক্ত রেখেছেন নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ, কালের কণ্ঠ শুভসংঘ, ময়মনসিংহ সাইক্লিস্ট, নারী সাংবাদিক সংঘ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ সংঘ, মেন্টাল হেলথ ফাস্টসহ বহু সংগঠনে ছিল তার সক্রিয় উপস্থিতি।

তবে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন এই প্রাণবন্ত মানুষটি। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ইতোমধ্যে তিনি চতুর্থ কেমোথেরাপি সম্পন্ন করেছেন। চিকিৎসকদের মতে, তার জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন, যা শুরু করতে হবে জুলাই মাসের মধ্যেই। এই জটিল চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৭০ লক্ষ টাকা। পরিবার ও শুভানুধ্যায়ীদের সহায়তায় এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। এখনও ঘাটতি রয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকার। এই বিপুল অঙ্কের অর্থ এককভাবে সংগ্রহ করা লাকীর পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।

এই পরিস্থিতিতে লাকীর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী ও ময়মনসিংহের সচেতন মানুষজন। চিত্রপ্রদর্শনী ও বিক্রয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রদর্শনীতে তাদের আঁকা চিত্রকর্ম বিক্রি করে প্রাপ্ত সমস্ত অর্থই ব্যয় করা হবে লাকীর চিকিৎসায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকেও অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এছাড়াও অনলাইনে অর্থ সংগ্রহের উদ্যোগও চলমান রয়েছে, যাতে করে দেশের বাইরে ও বিভিন্ন জেলার মানুষরাও এই মানবিক প্রয়াসে অংশ নিতে পারেন।

সহযোগিতা পাঠানো যাবেঃ

বিকাশ (পার্সোনাল) 01623510896 ও 01869253093, নগদ (পার্সোনাল) 01814103107, রকেট (পার্সোনাল) 017380916933।

এছাড়াও ব্যাংকের মাধ্যমেও পাঠানো যাবে সহায়তা। অগ্রণী ব্যাংকের হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্পোরেট শাখায়, একাউন্ট নাজনীন সুলতানা লাকী, নম্বর ০২০০০২৩৯৯৭০৩০।

সরাসরি যোগাযোগ করতে পারেন 01869253093 ও 01738091693 নম্বরে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩