বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কারফিউ জারি কটিয়াদীতে জাতীয় ফল মেলার উদ্বোধন ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় জুলাই শোক দিবস পালন করলো নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দুমকিতে অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সাবেক শিক্ষার্থী সুমন শেখ প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি)।

গত ৫ জুলাই মুঠোফোনের মাধ্যমে বিইউবিটি কর্তৃপক্ষ তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

নিজ অনুভূতি প্রকাশ করে সুমন বলেন, আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি আমার স্যার এবং সিনিয়র ভাইদের প্রতি যারা আমাকে শিক্ষক হতে উৎসাহিত করেছেন। কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায় এসব নিয়ে স্যারেরা আমাদেরকে গাইড করতেন এবং মোটিভেশন দিতেন। এছাড়াও তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত তার যে সকল জুনিয়র রয়েছে তাদেরকে যে কোনো দিক নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয় যদি কোন সেমিনারের আয়োজন করে সেখানেও থাকবো।

সুমনের এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভাগের প্রধান অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার বলেন, শুরু থেকেই সুমন মনোযোগী ও গবেষণামুখী ছিল। তার এ অর্জন বিভাগের জন্য গর্বের। শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতেই আমরা নিয়মিত সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করে থাকি।

উল্লেখ্য, সুমন শেখ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩