বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সাবেক শিক্ষার্থী সুমন শেখ প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি)।
গত ৫ জুলাই মুঠোফোনের মাধ্যমে বিইউবিটি কর্তৃপক্ষ তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
নিজ অনুভূতি প্রকাশ করে সুমন বলেন, আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি আমার স্যার এবং সিনিয়র ভাইদের প্রতি যারা আমাকে শিক্ষক হতে উৎসাহিত করেছেন। কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায় এসব নিয়ে স্যারেরা আমাদেরকে গাইড করতেন এবং মোটিভেশন দিতেন। এছাড়াও তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত তার যে সকল জুনিয়র রয়েছে তাদেরকে যে কোনো দিক নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয় যদি কোন সেমিনারের আয়োজন করে সেখানেও থাকবো।
সুমনের এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভাগের প্রধান অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার বলেন, শুরু থেকেই সুমন মনোযোগী ও গবেষণামুখী ছিল। তার এ অর্জন বিভাগের জন্য গর্বের। শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতেই আমরা নিয়মিত সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করে থাকি।
উল্লেখ্য, সুমন শেখ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩