বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কারফিউ জারি কটিয়াদীতে জাতীয় ফল মেলার উদ্বোধন ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় জুলাই শোক দিবস পালন করলো নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দুমকিতে অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

মালয়েশিয়ায় বহুমুখী রপ্তানি সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত ৩৬তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল মেশিনারি মেলায় অংশ নিয়ে বাংলাদেশ প্লাস্টিক, হালকা প্রকৌশল ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের মাধ্যমে তৈরি পোশাকের বাইরে বৈচিত্র্যপূর্ণ রপ্তানি সম্ভাবনা তুলে ধরেছে।

১০ থেকে ১২ জুলাই মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (এমঅঅইটিইসি) আয়োজিত এই মেলায় বিশ্বের ১০টি দেশের ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান ৭৫৩টি বুথে তাদের পণ্য প্রদর্শন করে।

মালয়েশিয়ার প্ল্যান্টেশন ও কমোডিটিজ বিষয়ক মন্ত্রী ওয়াই বি দাতুক সেরি জোহারি বিন আবদুল গনি ১১ জুলাই এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান আয়োজকদের আমন্ত্রণে সমাপনী দিনে ‘বিজনেস ম্যাচিং সেশন’-এ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি বাংলাদেশ সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণ নীতির আলোকে—বিশেষ করে প্রকৌশল, প্লাস্টিক, হালকা প্রকৌশল, চামড়াজাত পণ্য, পাট, হস্তশিল্প ও ইলেকট্রনিকস খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনার কথা তুলে ধরেন।

জাতিসংঘ শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকারের নির্দেশনায় রপ্তানি খাতে বহুমুখীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণকে স্বীকৃতি জানিয়ে আয়োজক কর্তৃপক্ষ বাংলাদেশকে বিশেষ সম্মাননা প্রদান করে। হাইকমিশনার শামীম আহসান এই সম্মাননা গ্রহণ করেন।

পরে হাইকমিশনার বাংলাদেশি দুটি স্টল পরিদর্শন করেন এবং দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় পণ্য সম্পর্কে অবহিত করেন এবং জানান, এ ধরনের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণে সহায়ক হবে।

মেলার শুরু থেকেই বাংলাদেশি স্টলগুলোতে বিদেশি ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ ছিল লক্ষ্যণীয়, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়।

বর্তমানে বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে মালয়েশিয়া বাংলাদেশের নবম বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী। সুত্রঃ বাসস

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩