সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ডিমলায় ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শিবচরে অনুষ্ঠিত হলো লাখ টাকার ফুটবল টুর্নামেন্টর জমজমাট ফাইনাল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচি রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন-প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও সমাবেশ কলেজ ও হসপিটাল নির্মাণের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবিক নবীনগর গড়বো- নজু বালিয়াকান্দিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ছাত্রদলের দোয়ার মাহফিল রাজশাহীর চারঘাটে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা ত্রিশালে সাংবাদিক হামলার অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার-২ ঈদগাঁহ গ্রামার স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হযরত শাহ আরফিন (রহ.) দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার ৯ম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন সম্পন্ন রাউজানের নোয়াপাড়ায় দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার-১ শরিয়তপুরে বিধবা এক মহিলার পাশে দাড়ালেন তারেক রহমান এর একান্ত সচিব জয়পুরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি মতিউর, সম্পাদক সুইট কাঠালিয়ায় জামালের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ ও খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ মুরাদনগরে ‘মার্চ উইথ ইউছুপ হাকিম সোহেল’-এ জনতার ঢল ঝিনাইদহে জমকালো আয়োজনে পর্দা নামল উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের লালমনিরহাটের জাতীয় মহাসড়ক এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় সড়কে অবস্থান কর্মসূচি হাজারো দর্শকের সামনে ভল্লবপুরের গোলবন্যা, ফাইনালে তুলকালাম প্রস্তুতি জিয়া সাইবার ফোর্স–জেডডিএফ বান্দরবানের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহাফিল

বেরোবিতে হঠাৎ বাড়ল সেমিস্টার ফি, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও স্মারকলিপি প্রদান

 

মোঃ পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধিঃ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) হঠাৎ করে সেমিস্টার ফি বাড়ানোর ঘটনা ঘটেছে। এতে তীব্র ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।  প্রতিবাদে তারা মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি ও ফর্ম পূরণের ফি পুনর্বিবেচনার দাবি জানান। এছাড়া অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা ও ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ, এবং প্রতিটি সেমিস্টারের ফি প্রদানের সময় অন্তত ১৫ থেকে ২০ দিন আগে নির্ধারিত পরিমাণ জানিয়ে দেওয়ার দাবিও তুলে ধরেন তারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই সেমিস্টার ফি বাড়ানো হয়েছে। তবে বিষয়টি তখন শিক্ষার্থীদের নজরে না এলেও সম্প্রতি তা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। জানা গেছে, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী উপাচার্যের মেয়াদকালে একাডেমিক কাউন্সিলে গৃহীত হয়েছিল।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষাথী সরণ সেমিস্টার ফি পুনঃবিবেচনার করার দাবি জানিয়ে  বলেন, আমাদের সেমিস্টার ফি শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থার কথা না ভেবেই, কোনো প্রকার নোটিশ ছাড়া হঠাৎ করেই  আশঙ্কাজনকহারে বাড়ানো হয়েছে। এতে বিপাকে পড়ছে বিশ্ববিদ্যালয়ের অনেক অসচ্ছল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বোঝা উচিত এখানে শুধু ধনী শ্রেণীর শিক্ষার্থীরা আসে না, অেক দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীও রয়েছে। আমরা চাই পূর্বের যে ফি ছিলো তার থেকেও যদি কমানো যায়, তাহলো ভালো নয়তো পূর্বেরটাই বহাল থাকুক।

শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শক প্রফেসর ড. মো. ইলিয়াস প্রামাণিক বলেন, “শিক্ষার্থীদের প্রতিটি ন্যায্য দাবির সঙ্গে আমরা একমত। আমরা ইতোমধ্যেই তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের বক্তব্য শুনেছি। শিগগিরই একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং শিক্ষার্থীবান্ধব একটি সিদ্ধান্ত আশা করা যাচ্ছে।”

তবে তিনি সম্প্রতি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রের কথা তুলে ধরে   যে কোনো চেষ্টার বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন এবং বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে শান্ত থাকে, সেই দিকেও সকলকে নজর দিতে হবে।”

স্মারকলিপি প্রদান ও দাবির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করছেন। বিষয়টি এখন পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩