রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নাচোলে হেলাল ফাউন্ডেশন এর সৌজন্যে ফ্রী মেডিকেল ক্যাম্প রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে ফ্রি চিকিৎসা, প্রশংসায় ভাসছেন ডা. রেজাউল করিম মোংলার পশুর নদীতে নৌকা উল্টে আমেরিকা প্রবাসী নারী পর্যটক নিখোঁজ জয়পুরহাটে বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে জামায়াতকে মুনাফেকি থেকে সাবধান করলেন কায়কোবাদ মাথা গোঁজার ঠাঁই নেই শহিদুলের পরিবারের, খোলা আকাশের নিচে রাত্রিযাপন হিজলায় মুজাহিদ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশাল ওয়াজ মাহফিল মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী আজিজুল হকের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত চর মোন্তাজ পুরান বাজারের রাস্তা এখন মরণফাঁদ জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজানে গোলাম আকবর খোন্দকারের জনসমাবেশ অনুষ্ঠিত জামায়াত বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে চায় এনায়েতপুরে ড. এম এ মুহিতের উঠান বৈঠক গাজীপুরে তুলার গুদামে আগুন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শিবচরে বিএনপি নেতা বাশার সিদ্দিকীর নেতৃত্বে গণসংযোগ ও র‍্যালি খুবিতে সিরাজগঞ্জ ওয়েলফেয়ার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মানিউর, সম্পাদক সোহেল ভোলহাটে হিলফ উল ফজল ২১ তম তাফসীরুল মাহফিল অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের পরাজয় হয়েছে, তাদের উত্থান আর সম্ভব নয়- ব্যারিস্টার নওশাদ জমির গোসাইরহাট বিএনপির বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে আনন্দ মিছিল

ট্রাইব্যুনালে তোলা হলো আনিসুল-সালমানসহ ১৩ হেভিওয়েট আসামিকে

জুলাই-আগস্টে চলা ছাত্র আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৩ হেভিওয়েট আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টার পর তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁদের ট্রাইব্যুনালে তোলা হলো।

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে।
তবে অসুস্থ থাকায় ড. আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে আনা হয়নি।

সরেজমিনে গিয়ে সকালে ট্রাইব্যুনাল এলাকা ঘুরে দেখা গেছে, হেভিওয়েট আসামিদের আনার জন্য ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসামিদের অস্থায়ী আদালত ভবনে রাখা হয়েছে। ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার শেষে এরই মধ্যে প্রস্তুত হয়েছে এজলাস কক্ষ। তবে সেখানে বিচার শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে।

গত ২৭ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ আসামিদের হাজির করার আদেশ দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩