রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
মানিকগঞ্জের শিবালয়ে মো. হাসান আলী নামের এক পুলিশ সদস্যের বাড়িতে তিন দিন ধরে বিয়ের দাবিতে অবস্থান করছেন কলেজ ছাত্রী।
তবে ওই কলেজ ছাত্রীর উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দিয়েছে প্রেমিক হাসানের পরিবার।
এ ঘটনা এলাকায় তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিদিন আশপাশের গ্রামের শত শত নারী-পুরুষ ওই বাড়িতে কলেজ ছাত্রীকে দেখতে ভিড় করছে।
ওই কলেজছাত্রী বলেন, ‘চার বছর ধরে পুলিশ সদস্য হাসান আলীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক।
এরই জেরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করেছে।
ওই ছাত্রী জানান, হাসান তাকে তার বাড়িতে আসতে বলেন।
পরে উপায় না পেয়ে তিনি বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে আসলে হাসানের মাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ৪০ দিন পরে বিয়ে দেওয়ার কথা বলে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।
ওই নির্ধারিত সময় শেষ হওয়ায় ভুক্তভোগী আবারও গত তিন দিন ধরে বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে অবস্থান করছেন। তবে তার উপস্থিতি বুঝতে পেরে বাড়ি থেকে পালিয়েছেন হাসানের মা,বোন ও পরিবার।
ভুক্তভোগী বলেন, ‘হাসান নাটোরে পুলিশ কনস্টেবল হিসাবে কর্মরত রয়েছেন। সে আমাকে বিয়ে না করলে সমাজে আর মুখ দেখাতে পারব না।’
এ বিষয়ে পুলিশ কনস্টেবল হাসানের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩