সোমবার, ০৭ Jul ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
আবু বকর সুজন(চৌদ্দগ্রাম)কুমিল্লা প্রতিনিধি:
চলন্ত গাড়ির পিছনে ধাক্কায় ড্রাইভার ঘুমে হেলপার আবু বকর নিহত হয়েছেন। নিহত আবু বকর নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার চকপুকুরিয়া গ্রামের আবুল হাকিমের ছেলে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম শুক্রবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘোলপাশা ইউনিয়ন বাবুর্চি এলাকায়। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদী হাসান সুজন।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান ড্রাইভার পাবেল পাশে ঘুমে আছেন হেলপার গাড়ি ড্রাইভ করছিলেন। গভীর রাতে দশ চাকার বিকল একটি লড়ি (ঢাঃ-মেটঃ ঢ- ৮১- ৩৫৯৩) কে রেকার দিয়ে টেনে চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে পুলিশ ফাঁড়ি উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বাবুর্চির এলাকায় চলন্ত লড়ির পিছনে কাভারবেন (পটুয়াখালী ট-১১-০০৬৩)সজোরে ধাক্কা মেরে। এ সময় গুরুতর আহত হয়ে আটকে পড়েন হেলপার আবু বকর। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হেলপার আবু বকরকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদী হাসান সুজন বলেন শুক্রবার রাত ২টায় দুর্ঘটনার খবর পেয়ে গুরুতর আহত আটকে থাকা হেলপার কে উদ্ধার করি ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান জানান শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ স্তান্দর করা হবে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩