মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে বিএনপির বৈশাখী আনন্দ শোভাযাত্রা চৌদ্দগ্রামে বিভিন্ন কর্মসূচিতে নববর্ষ উদযাপন ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে এনায়েতপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মার্কিন শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় চৌদ্দগ্রামে দুই হোটেলকে জরিমানা

ছিনতাইকারী চক্রের এক সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে – ডিবি

রাজধানীর কদমতলী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের এক সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির ডিবি ওয়ারী-বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ কামরুজ্জামান ওরফে কামরুল ওরফে কাব্বু (২৪)। এসময় তার হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু, একটি মোবাইল ফোন ও নগদ একশত টাকা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪ খ্রি.) ভোর ৪:৩০ ঘটিকায় কদমতলীর পূর্ব ধোলাইপাড়ের দনিয়া রোড়ের পালস্ বিশেষায়িত হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম।

ডিবি-ওয়ারী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪ খ্রি.) ভোর ৪:৩০ ঘটিকায় কদমতলীর পূর্ব ধোলাইপাড়ের দনিয়া রোড়ের পালস্ বিশেষায়িত হাসপাতালের সামনে তিনজন দুষ্কৃতকারী অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়েছে মর্মে সংবাদ পাওয়া যায়।

এই সংবাদের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মোঃ কামরুজ্জামান ওরফে কাব্বুকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
এসময় তার সাথে থাকা দুইজন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাব্বু জানায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন স্থানে সুইস গিয়ার (চাকু) ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে সাধারন মানুষের নিকট থেকে জোরপূর্বক অর্থ ও মূল্যবান মালামাল ছিনতাই করতো।

মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩