বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ সদর উপজেলার একটি রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৩৩৪ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে র্যাব। আটক মো. মোরছালিন (২১) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাজিতপুরের ফরজেন আলীর ছেলে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে র্যাব-১২ সদর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে র্যাবের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান চালানো হয়।
এসময় মাদককারবারি মোরছালিনকে আটকের পর তার পরিহিত চামড়ার জুতার ভেতর থেকে ৩৩৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩