রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ কাঠ জব্দ স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে রোগীর মোবাইল চুরি কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে চালক নিহত কালকিনি উপজেলা প্রেসক্লাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সম্পাদক শাহজালাল জয়পুরহাট সদর উপজেলায় ৭ টি গরু চুরি পাঁচবিবি চাইল্ডহোম প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের হাতে সনদ ও সম্মাননা প্রদান জাজিরায় বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার মুরাদনগরে কবরস্থানের পাশে ড্রেজার ও পাইপ অপসারণ বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্র অসহায় মানুষের আশ্রয় স্থল চৌদ্দগ্রামে বেড়াতে যাওয়া দম্পতির ঘরে আগুন, থানায় অভিযোগ বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ ১০০ বছরের ইতিহাসে শিবগঞ্জে প্রথম সনাতনী সমাবেশ প্রক্টরকে ‘অপদার্থ’ বললেন জাবি উপাচার্য খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু চৌদ্দগ্রাম শিক্ষার গুনগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি চৌদ্দগ্রামে নগদের এসআর এর উপর কিশোর গ্যাং এর হামলা, গ্রেফতার-১

বিজয় দিবস উপলক্ষে এনায়েতপুর জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর হাটখোলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব মো: আলী আলম বলেন, রাসূল (সা:) এর যুগে আবু জেহেল ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে। আজও আবু জেহেলের প্রেতাত্মারা ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারতের দালালেরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে এদেশের আমাপর জনসাধারণ বুকের তাজারক্ত ঢেলে দিবে কিন্তু দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবেনা। তিনি আরও বলেন, চাদাবাজ, দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারকারীদের বিরুদ্ধে আমাদের আরও সতর্ক থাকতে হবে।

বিশেষ অতিথির বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আরিফুল ইসলাম সোহেল বলেন, বিগত আওয়ামী সরকারের সময় বাকস্বাধীনতা ছিলনা, রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। তারা আয়নাঘরে মানুষ গুম করে রেখেছিল। নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। এমতাবস্থায় বৈষম্যহীন, মানবিক, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ২০২৪ এ গণ অভ্যুত্থান হয়েছে। আর কল্যাণমুখী বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানের জন্য জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সেলিম রেজা বলেন, ১৯৭১ সালে যারা জীবন দিয়ে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে, বিগত ষোল বছরে বিশেষকরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তিনি বলেন, জুলুম নির্যাতনে অতীতের রেকর্ড ভঙ্গকারী ভারতের দালালেরা ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে।
এনায়েতপুর থানা ইসলামী ছাত্রশিবির এর সভাপতি ফয়সাল খোন্দকার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আজকের আলোচনা সভা থেকে আমরা দীপ্ত কন্ঠে বলতে চাই বাংলাদেশে ফ্যাসিবাদের ঠিকানা আর হবেনা। এই বিজয়ের দিনে আমরা প্রতিজ্ঞা করতে চাই হাতে হাত রেখে কাধে কাধ মিলিয়ে সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার প্রত্যয় নিয়ে পথ চলব।

আলোচনা সভায় এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেনএনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি চিকিৎসক মো: মোফাজ্জল হোসেন, বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীম, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শ্রমিক নেতা শেখ মো: আইয়ুব আলী, জামায়াত নেতা আনোয়ার হোসেন, মাওলানা আমীর হামযা, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩