বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল নাসির নগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত এনসিপি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন দাবী না মানলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামা হবে- মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ কুবিতে মেডিক্যাল সেবা চলবে রাত আটটা পর্যন্ত কুড়িগ্রামে কর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বিজয় দিবস উপলক্ষে এনায়েতপুর জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর হাটখোলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব মো: আলী আলম বলেন, রাসূল (সা:) এর যুগে আবু জেহেল ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে। আজও আবু জেহেলের প্রেতাত্মারা ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারতের দালালেরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে এদেশের আমাপর জনসাধারণ বুকের তাজারক্ত ঢেলে দিবে কিন্তু দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবেনা। তিনি আরও বলেন, চাদাবাজ, দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারকারীদের বিরুদ্ধে আমাদের আরও সতর্ক থাকতে হবে।

বিশেষ অতিথির বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আরিফুল ইসলাম সোহেল বলেন, বিগত আওয়ামী সরকারের সময় বাকস্বাধীনতা ছিলনা, রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। তারা আয়নাঘরে মানুষ গুম করে রেখেছিল। নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। এমতাবস্থায় বৈষম্যহীন, মানবিক, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ২০২৪ এ গণ অভ্যুত্থান হয়েছে। আর কল্যাণমুখী বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানের জন্য জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সেলিম রেজা বলেন, ১৯৭১ সালে যারা জীবন দিয়ে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে, বিগত ষোল বছরে বিশেষকরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তিনি বলেন, জুলুম নির্যাতনে অতীতের রেকর্ড ভঙ্গকারী ভারতের দালালেরা ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে।
এনায়েতপুর থানা ইসলামী ছাত্রশিবির এর সভাপতি ফয়সাল খোন্দকার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আজকের আলোচনা সভা থেকে আমরা দীপ্ত কন্ঠে বলতে চাই বাংলাদেশে ফ্যাসিবাদের ঠিকানা আর হবেনা। এই বিজয়ের দিনে আমরা প্রতিজ্ঞা করতে চাই হাতে হাত রেখে কাধে কাধ মিলিয়ে সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার প্রত্যয় নিয়ে পথ চলব।

আলোচনা সভায় এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেনএনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি চিকিৎসক মো: মোফাজ্জল হোসেন, বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীম, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শ্রমিক নেতা শেখ মো: আইয়ুব আলী, জামায়াত নেতা আনোয়ার হোসেন, মাওলানা আমীর হামযা, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩