সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি শিক্ষার্থীদের মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শেরপুর-২ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর কৃষকদের সঙ্গে মতবিনিময় শেরপুরের নকলায় থানায় ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় ৫ জনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের কার্যক্রম স্থগিতের নির্দেশনা নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার জাবিতে হল কক্ষে মাদক সেবনরত অবস্থায় আটক ৩ কুড়িগ্রামে নানান আয়োজনে নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল হিজলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন : ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা টানা পঞ্চমবার জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম দুমকি উপজেলা লংগদুতে জনশ্রোতে পরিনত দীপেন দেওয়ান’র মতবিনিময় সভা কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত দুই মাসে ডেঙ্গুতে কুয়াকাটায় ৯ জনের মৃত্যু, ফগিং অভিযান শুরু পোস্টাল ভোটিং জটিল হলেও বাংলাদেশ চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে : সিইসি পূবাইলে বার্ষিক পরীক্ষার সময়ে বাউল গানের অনুমতি দিবেনা প্রশাসন কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার স্মরণসভা‍য় মাদ্রাসা ও পাঠাগার প্রতিষ্ঠার আহ্বান বাউফলে ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্ষমতা হস্তান্তর করে দায় এড়াতে পারবেন না উপদেষ্টারা: আখতার

আনোয়ারুল ইসলাম, রংপুর প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, উপদেষ্টা পরিষদের দীর্ঘ সময়ের কার্যকলাপ দেখে মনে হচ্ছে তারা শুধু ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে চান। সেফ এক্সিট নেওয়ার মানসিকতা থেকে তাদের বেরিয়ে আসা উচিত। জনগণ যে দায়িত্ব দিয়েছে, তা পালনে যেন কোনো ধরনের ফাঁকিবাজি না হয়—এটাই জাতির প্রত্যাশা।

শনিবার দুপুরে রংপুর মহানগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “উপদেষ্টারা যদি মনে করেন ক্ষমতা হস্তান্তর করলেই দায়মুক্তি মিলবে, সেটা ভুল ধারণা। জনগণের প্রতি জবাবদিহি থেকে কেউই রেহাই পাবে না।”

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপি নিবন্ধন পাওয়ার সকল কার্যক্রম সম্পন্ন করেছে। এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট গঠনের আলোচনা হয়নি। তবে জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণে প্রয়োজন হলে আদর্শিক ভিত্তিতে জোট গঠনের বিষয়ে তারা উন্মুক্ত আছেন।

জুলাই সনদ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে সরকার আশ্বস্ত করেছে। গণভোটের মাধ্যমে সংসদকে ক্ষমতা দিয়ে সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। আমরা চাই সরকার যেন জুলাই ঘোষণাপত্রের মতো একপেশে আচরণ না করে, বরং জনগণের প্রত্যাশার জায়গায় আইনি ভিত্তি তৈরি করে।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনের আগে যদি মাঠ প্রশাসনকে নিরপেক্ষ করা না যায় এবং বিচার-সংস্কার দৃশ্যমান না হয়, তাহলে নির্বাচনকে জাতীয় মহোৎসবে পরিণত করা সম্ভব হবে না। নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়—সে বিষয়ে সর্বাত্মক ভূমিকা নিতে হবে।”

আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়নে জড়িতদের বিষয়ে আখতার হোসেন বলেন, “খুন, গুম ও আয়নাঘরের বন্দি রাখার সঙ্গে জড়িত সেনা, ডিজিএফআই, র‍যাবের যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের অনেকের বিচার চলছে। যারা এখনো ধরা পড়েনি, তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক আসাদুল্লাহ গালিব, যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আলাল উদ্দিন কাদেরী শান্তিসহ অন্যান্য নেতারা।

এর আগে আখতার হোসেন নগরীর ছোট নুরপুর কবরস্থানে সদ্য প্রয়াত রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে দেখা করেন। বিকেলে তিনি পীরগাছা উপজেলার নব্দীগঞ্জ বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩