সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর উদ্যোগে শিবচরের পাচ্চর ইউনিয়নের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা সংসদ সদস্য নাভিলা চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউসার মতব্বর। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামীম চৌধুরী, তুমন চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাবেক মহিলা সংসদ সদস্য নাভিলা চৌধুরী বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বিএনপি থেকে বহিষ্কৃত হলেও, তিনি যদি মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে নির্বাচিত হন, তাহলে কেন্দ্রের কাছে প্রমাণ হবে যে তিনিই ছিলেন এই আসনের জন্য যোগ্য প্রার্থী। তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হয়েও এই আসন বিএনপিকে উপহার দেবেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন, “আমার দলের নমিনেশন প্রয়োজন নেই। আমি শিবচরের মানুষের নমিনেশন পেয়েই নির্বাচিত হব। নির্বাচিত হই বা না হই, শিবচরের মানুষের জন্য সব সময় কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “শিবচরের উন্নয়ন ও মানুষের সেবার জন্য সবাই যেন আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে খেদমত করার সুযোগ করে দেন।”
উঠান বৈঠকে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এলাকার উন্নয়ন ও সমস্যা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩