শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘ দেড় বছর ধরে নিখোঁজ থাকা সুমনের মৃত্যুর বিষয়টি অবশেষে নিশ্চিত হওয়া গেছে। উপজেলার কয়সা গ্রাম সংলগ্ন একটি এলাকা থেকে আজ তার শরীরের হাড় ও মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে সঙ্গে নিয়ে পুলিশ এই রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে।
নিখোঁজ সুমনের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৮ মাস আগে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবারের আশা প্রায় ক্ষীণ হয়ে এসেছিল। তবে আত্রাই থানা পুলিশের নিরলস তদন্তে এই জট খুলতে শুরু করে।
পুলিশ জানায়, সুমনের নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই আসামি সুমনকে হত্যা করে লাশ পুঁতে রাখার কথা স্বীকার করে। পরবর্তীতে আজ (শুক্রবার) আত্রাই থানা পুলিশের একটি বিশেষ দল আসামিকে সাথে নিয়ে উপজেলার কয়সা গ্রামের সেই নির্দিষ্ট স্থানে অভিযানে নামে। মাটি খুঁড়ে সেখান থেকে সুমনের শরীরের বিভিন্ন হাড় ও মাথার খুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দেহাবশেষ ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবার জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
আত্রাই থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, “আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা হাড়গোড় উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য উদঘাটনে কাজ করছি।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩