শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধি:
সড়কে প্রাণহানির মিছিল যেন থামছেই না। দ্রুতগতির ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন এক যুবক।
(২২ জানুয়ারী ২০২৬) সন্ধ্যায় নাটোর বগুড়া হাইওয়ে পূর্ব হাগুড়িয়া পেট্রোল পাম্পের পাশে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে চলাচলের মুহূর্তে একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভুক্তভোগীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবক হলেন পাশের নওপাড়া গ্রামের মোঃ রেজাউল করিম সুজা মাস্টারের ছেলে মোঃ মনজুরুল করিম আকাশ (৩২)।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বেপরোয়া ট্রাক এসে মোটর সাইকেলের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সিটকে নিচে পড়ে গেলে ট্রাক তার গায়ের উপর দিয়ে উঠে যায় এবং মটরসাইকেলটি প্রায় ১ কিলোমিটার ট্রাকে সঙ্গে ছেচড়ে নিয়ে ফেলে রেখে যায়। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩