শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাঁও এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রবিউর রায়হান কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান পরিচালনা করা হয়। উরুর গাঁও গ্রামের খোরশেদ আলমের পুকুর খননের নামে মাটি বিক্রি ও রাস্তা নষ্ট করার দায়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বেআইনিভাবে মাটি উত্তোলন ও পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর আওতায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করা হচ্ছিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি ভবিষ্যতে ভয়াবহ ভূমিক্ষয় ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়ায়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রবিউর রায়হান বলেন, ‘পরিবেশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।’
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩