সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৫ নাচোলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত বাউফলের ঐতিহ্যবাহী কালাইয়ার হাট : দক্ষিণবঙ্গের বৃহত্তম সাপ্তাহিক বাজার বোদায় অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ নবীনগরে এলপিজি গ্যাসের দামে অনিয়মের অভিযোগ মুরাদনগরে যানজট যেন নিত্যসঙ্গী ঈদগাঁওয়ে তিন গ্যাস সিলিন্ডার দোকানিকে জরিমানা কিডনি রোগে আক্রান্ত অসহায় শিশুর পাশে পাঁচবিবি জামায়াতের এমপি প্রার্থী বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা চবির ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি প্রতিযোগী ৩৫ জন শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন উদ্যোগ ব্রাক্ষণবাড়ীয়া-১ আসনে জমে উঠেছে বহুমাত্রিক জমজমাট নির্বাচনী লড়াই রপ্তানি আয়ে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাদা দলের দোয়া মাহফিল মদ, গাঁজা ও ব্যবহৃত বিছানাপত্রসহ র‍্যাগ জোন জব্দ, প্রশাসনের হস্তক্ষেপে সিলগালা প্রচণ্ড শীতে কাঁপছে সন্ধ্যা নদীর ভাসমান ‘মানতা’ জেলেরা ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে: নৌ উপদেষ্টা এম সাখাওয়াত

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেশে বা বিদেশে অবস্থানরত প্রত্যেক আসামিকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় ঝালকাঠির নলছিটি উপজেলায় ‘শহীদ শরীফ ওসমান হাদি’ নামে লঞ্চ টার্মিনাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌ উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় জড়িত কেউ দেশে থাকুক কিংবা বিদেশে—কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে পার্শ্ববর্তী দেশ থেকে আসামিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি জানান, হাদির মৃত্যুর পরপরই নলছিটির গুরুত্বপূর্ণ এই লঞ্চ টার্মিনালটির নাম শহীদ শরীফ ওসমান হাদির নামে রাখার সিদ্ধান্ত নেন তিনি। নৌ উপদেষ্টা হিসেবে বিষয়টি তাঁর এখতিয়ারের মধ্যে থাকায় দ্রুতই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।

তিনি বলেন, নলছিটির মানুষের যাতায়াতের জন্য এই লঞ্চঘাট একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। তাই এটি যেন অন্য কোনো নামে নামকরণ না হয় এবং স্থায়ীভাবে শহীদ হাদির নামেই থাকে—সে বিষয়টি নিশ্চিত করতেই তিনি সরাসরি উপস্থিত হয়েছেন।

এম সাখাওয়াত হোসেন আরও বলেন, “ওসমান হাদি শুধু একটি এলাকার নয়, তিনি দেশের সম্পদ। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনার সঙ্গে তাঁর নাম যুক্ত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম তাঁর আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস জানতে পারবে।”

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নৌ উপদেষ্টা বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

হত্যাকাণ্ডের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখনও পলাতক রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদেরও আইনের আওতায় আনা হবে। তবে তদন্ত সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকায় এ বিষয়ে তিনি আর বিস্তারিত মন্তব্য করেননি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব, শহীদ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি, দুলাভাই মো. আমির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধন শেষে নলছিটি মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আতিকুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩