বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা

রাজাপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা, মিলন মেলার ঘোষণা

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এক ছাতার নিচে এনে সমন্বিতভাবে সমাজসেবামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে অফলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর স্বেচ্ছাসেবী ঐক্য ফোরামের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার ছয়টি ইউনিয়নে মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম যৌথভাবে পরিচালনার অঙ্গীকার করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজাপুর উপজেলার চিলড্রেন অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে রাজাপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, বিচ্ছিন্নভাবে কাজ না করে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে রাজাপুর উপজেলায় টেকসই সামাজিক পরিবর্তন আনা সম্ভব। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা ও মাদকবিরোধী আন্দোলনে গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনগুলোর যৌথ তহবিল ও স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়ে একমত পোষণ করা হয়।

এছাড়া উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, খুব শিগগিরই রাজাপুর উপজেলার সকল স্তরের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে একটি বৃহৎ ‘স্বেচ্ছাসেবী মিলন মেলা’ আয়োজন করা হবে। এই মিলন মেলার মাধ্যমে স্বেচ্ছাসেবী কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “আমাদের লক্ষ্য রাজাপুর উপজেলাকে একটি মানবিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা। ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে রাজাপুরের সামাজিক চিত্র বদলে দেওয়া সম্ভব।”

মতবিনিময় সভাটি প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয় এবং ভবিষ্যতে নিয়মিত সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩