বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

মোরশেদুর রহমান নূর, মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান এর সঙ্গে মুকসুদপুর উপজেলার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দদের এক সার্বিক মতবিনিময় সভা বৃহস্পতিবার, উপজেলা পরিষদ হলরুমের বিজয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির সভাপতিত্ব করেছেন। সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ, ডিজিএফআই-এর কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কাজী ওহিদুল ইসলাম, সদস্য ও “আজকের জাগরণ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর আলম শেখ এবং সাংবাদিক সৈয়দ লুৎফর রহমান তুষার।

সভাকালে সাংবাদিক সৈয়দ লুৎফর রহমান তুষার গণভোট বিষয়ক প্রশ্ন উত্থাপন করেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের কাছে হাইলাইট করার আহ্বান জানান।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ নির্বাচনী কেন্দ্রগুলোতে পর্যাপ্ত হ্যালোজেন লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট উপস্থাপন করেন।

সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ কলেজটিকে নির্বাচন উপযোগী করে প্রস্তুত করার বিষয় হাইলাইট করেন।

ডিজিএফআই-এর কর্মকর্তা কেন্দ্রগুলোতে রিচার্জেবল লাইট ও জেনারেটর ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সবশেষে জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩