বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর… মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব

আমির ফায়সাল, জাবি প্রতিনিধিঃ

আহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জ আগামী ২০২৫–২৬ সনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী মাহিন।এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫০ তম ব্যাচের ওয়াজিব ভূইয়া।

শুক্রবার (৫ ডিসেম্বর ) স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের আহবায়ক মোঃ শিমুল আহমেদ বাপ্পী ও সদস্য সচিব কাওসার আলম আরমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ‍্য জানানো হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন দীপ্ত মোদক জয়, শাখাওয়াত হোসেন ইমন, খায়রুল ইসলাম, আফসানা ঋতু, মাহমুদুল ইসলাম পাপন, মৈত্রী দেবনাথ কথা, ইমরান হোসেন ইমরু এবং আনিসুর রহমান রাসেল—সকলেই ৫০ ব্যাচের শিক্ষার্থী।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আদিত্য ভৌমিক, মাহমুদুল হাসান তানভীর, ফাহিমা ইসলাম, মাহফুজুল আলম, তৌহিদ চৌধুরী, সাদিয়া মীম, শারমিন আক্তার ও জহিরুল ইসলাম (সবাই ৫০ ব্যাচ)।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাহারা সীম (৫০)। সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল আরেফিন সাইফ, সাদিয়া আফরিন আদ্রা, সজীব বর্মন আকাশ, অলিউজ্জামান আলী ও প্রত্যয় সরকার (সবাই ৫০ ব্যাচ) দায়িত্ব পালন করবেন।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নাইমুর রহমান নাঈম (৫০), আর উপ-কোষাধ্যক্ষ সাখাওয়াত ইসলাম (৫২) ও ইশরাত ফারজানা (৫৩)।

সংস্কৃতি বিষয়ক সম্পাদক হলেন সুদীপ্ত বৈষ্ণব (৫১)। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ফুয়াদ হাসান (৫২), ওয়াহিদা আনজুম মাহি (৫২) ও রাহুল ধর (৫৩)।
দপ্তর সম্পাদক হয়েছেন নাজমুস সাকিব (৫১)। উপ-দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ সিফাত (৫২) ও সুদীপা রায় (৫৩)।

প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আল ইমরান (৫১)। উপ-প্রচার সম্পাদক হালিম রহমান (৫২) এবং আফরিন সুলতানা মিম (৫২)।

কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হয়েছেন সাদাত ইবনে ইসলাম (৫১)। সহকারী সম্পাদক তাজরীন হাসান (৫২) ও তাজকিয়া সুলতানা (৫২)।

শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন আলিফ পায়েল কান্তি (৫১)। উপ-শিক্ষার্থী কল্যাণ সম্পাদক হিসেবে রয়েছেন আশরাফুল ইসলাম শামীম (৫২), তানজিলা (৫২) এবং এম. এইচ. দাইয়ান (৫৩)।

আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মামুন মিয়া (৫১)। তাঁর সহকারী মেঘলা (৫২) এবং সাদিয়া নুসরাত ইভা (৫৩)।

সমাজসেবা বিষয়ক সম্পাদক হয়েছেন ফারহানা ইসলাম নুপুর (৫১)। উপ-সমাজসেবা সম্পাদক রিফাত উদ্দিন মীর (৫২), নাদিয়া আহমেদ (৫৩) এবং ফজলে রাব্বি দায়িত্ব পালন করবেন।

ক্রীড়া সম্পাদক (৫২) পদে নিয়োগ পেয়েছেন এক সদস্য, আর তাঁর সহকারী হিসেবে থাকছেন মোঃ রাজীব হোসাইন ও জারিন ফারজানা তনয়া (৫৩)।

ভর্তি পরীক্ষা বিষয়ক সম্পাদক (নারী) হয়েছেন ইশরাত জাহান ধীরা (৫৩), এবং ভর্তি পরীক্ষা বিষয়ক সম্পাদক (পুরুষ) সুস্ময় সাহা সুপ্ত (৫৩)। উপ-ভর্তি পরীক্ষা সম্পাদক আফজাল হোসেন ফরহাদ ও ফারিয়া চৌধুরী ঐশী (৫৩)।

এ ছাড়া সংগঠনের কার্যকরী সদস্য হিসেবে ৫৪ ব্যাচের মাহমুদুর রহমান ঝলক, এনামুল হক সাকিব, ফুয়াদ আহমেদ নাফিও, ইফতেকার হাবিব ইফতি, চাঁদ মনি প্রভা, দিনারুল ইসলাম আদিল, মো. রাফি মিয়া, আবিদা আক্তার এশা, মোশাররফ হোসেন, রিপা আক্তার, সিফাত উল্লাহ ছামী, তাহমিদ আলি সিজান, মাহমুদা আক্তার, শাহরিয়ার আবিদ, আল জুনায়েদ আপন, আফিয়া মাহমুদা দিনা, ফেরদৌস আহমেদ সুপ্রিয়, নির্ণয় রাফীন, সুস্মিতা সাহা মাটি, নিসাত তাসনিম, সোহানা নোহ্য, শাহানাজ আক্তার, ফারিয়া রহমান, রুবাইয়াৎ-ই-ওমর, উৎসব এবং শাফকাত আহমেদ দায়িত্ব পালন করবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩