শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
জাবি প্রতিনিধিঃ
বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৫ ডিসেম্বর)বাদ আসর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাহমুদুর রহমান।
এখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আবু তালেব, মাইক্রোবায়োলজি বিভাগের প্রিন্সিপাল এক্সপেরিমেন্টাল অফিসার মো. আলী হাসান মাসুদ।
এছাড়া অংশ নেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম আহ্বায়ক ইমরান খান ও দেওয়ান আলাউদ্দিন হোসেন, সদস্য মো. রাজন মিয়া, হাসান হাবিব, আবু নাইমসহ অন্য মুসল্লিগণ।
আয়োজনটি সম্পাদনায় ছিলেন বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আল রাফি আহমেদ রাজু, সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, কোষাধ্যক্ষ সিফায়েত হোসেন মারুফ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ও আব্দুল্লাহ আলিফসহ অন্যান্য সদস্যরা।
দোয়া শেষে উপস্থিত এবং বাইরের শ্রমজীবী মানুষের মাঝে তবারক বিতরণের মাধ্যমে কার্যক্রম শেষ হয়।
এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রব।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩