শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন ঘিরে আবারও উত্তাপ সৃষ্টি হয়েছে। গত ৩ নভেম্বর এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় কামাল জামান (নুরুদ্দিন) মোল্লার নাম। তবে ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই তার মনোনয়ন স্থগিত করা হয়। দীর্ঘ এক মাস পর স্থগিত হওয়া সেই আসনে নতুন করে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাদারীপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছেন প্রয়াত উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা চৌধুরী মিঠুর সহধর্মিণী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরী (নাদিরা আক্তার)।
এই মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে ৫ ডিসেম্বর সন্ধ্যায় শিবচর হাতির বাগান মাঠ থেকে শুরু করে ৭১ সড়কে কামাল জামান (নুরুদ্দিন) মোল্লার সমর্থকরা মশাল মিছিল ও প্রতিবাদ মিছিল করেন।
প্রতিবাদ মিছিল শেষে কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা বলেন, “কিছু কুচক্রি মহল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল তথ্য দিয়ে আমার মনোনয়ন স্থগিত করিয়েছে। আর এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যার শিবচরে জনসমর্থন নেই। আমি আশা করি তারেক রহমান পুনরায় বিষয়টি বিবেচনা করে আমাকে মনোনয়ন ফিরিয়ে দেবেন।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩