বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

চাঁদা না দেওয়ায় মিথ্যা অপপ্রচার, ববির উপ-রেজিস্ট্রারের ১০ শিক্ষার্থীর নামে মামলা

নাহিদ খান, ববি প্রতিনিধিঃ

বাদী বরুণ কুমার দে দুজনকে প্রধান আসামি করে নালিশি দরখাস্তে ৮ জন কে সহযোগী হিসেবে উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

চাঁদা না পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপ-রেজিস্ট্রার বরুণ কুমার দে-কে ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালিয়ে হয়রানি ও মানহানির অভিযোগে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। উপ-রেজিস্ট্রার অভিযোগ করেছেন, একটি চক্র তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল এবং সেই চাঁদা দিতে অস্বীকার করায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ভিডিও-সহ বিদ্বেষমূলক পোস্ট ছড়িয়ে দিয়ে তার সুনাম ক্ষুণ্ণ করেছে।

গত ৪ নভেম্বর এই মামলাটি ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’-এর ২৩/২৭/২৯ ও ৩০ ধারায় দায়ের করা হয়েছে। বাদী বরুণ কুমার দে দুজনকে প্রধান আসামি করে নালিশি দরখাস্তে ৮ জন কে সহযোগী হিসেবে উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

আসামি দুজন হলেন দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এম এম বাকী বিল্লাহ ও জাবের আকন। সহযোগী ৮ জন লিংকার্স ইন বরিশাল ইউনিভার্সিটি নামে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন ও মডারেটর। তারা হলেন, মুক্তাদির রিজভী, জাওয়াদুর রহমান, আফসানা কবির, গাজী আবু রায়হান, মো: নাহিদ হাসান, ইমরান মুন্না, সাব্বির মাহমুদ, ফজলে রাব্বি রকি।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, অভিযুক্তরা বিভিন্ন সময় তার কাছে অবৈধ সুবিধা দাবি করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাতে থাকে।

এজাহারে আরও বলা হয়, ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের এক নারী সহকর্মীর বাসায় পারিবারিক প্রয়োজনে অবস্থানকালে অভিযুক্তরা সেখানে উপস্থিত হয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তার বিরুদ্ধে মিথ্যা ভিডিও ও অশ্লীল ছবি তৈরি করে ফেসবুকে ছড়ানোর হুমকি দেওয়া হয়।

এ ঘটনার পর ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ জানালে অভিযুক্তরা পুনরায় গত ৩০ অক্টোবর “Linkers In Barishal University” নামক একটি ফেসবুক গ্রুপ ব্যবহার করে ভুক্তভোগীর ছবি বিকৃত করে নারী দেহের সঙ্গে যুক্ত করে তার ছবি-সহ “Expose Alert” শিরোনামে একটি মিথ্যা ও মানহানিকর পোস্ট প্রচার করে। এই পোস্টে তার বিরুদ্ধে প্রেমের ছলনা, চাকরির প্রলোভন, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, নারী সহকর্মীর সাথে অনৈতিক সম্পর্ক ও যৌন হয়রানির মতো গুরুতর মিথ্যা অভিযোগ তোলা হয়। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুন্ন হয় বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী বরুণ কুমার দে দাবি করে বলেন, পুরো ঘটনার ২২ মিনিট ৫১ সেকেন্ডের একটি অডিও রেকর্ড তার কাছে রয়েছে, যেখানে চাঁদা দাবির কথোপকথন সংরক্ষিত আছে। সংশ্লিষ্ট বাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই ঘটনার সত্যতা নিশ্চিতভাবে প্রমাণ করা যাবে বলে তিনি আশাবাদী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩