বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতকে হারাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে পরাজিত করেছিল লাল–সবুজরা। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে আর জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে হামজা–মোরসালিনদের দুর্দান্ত পারফরম্যান্সে ভারতকে ১–০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ।
আরও পড়ুন: উশুতে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের শিখা ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় স্বাগতিকরা। প্রথমার্ধের শুরুতেই দলের তরুণ তারকা মোরসালিন ফয়সালের চমৎকার গোল বাংলাদেশকে এগিয়ে নেয়। বাকি সময় আক্রমণ–প্রতিআক্রমণে খেললেও আর গোল হয়নি কারও। ফলে মোরসালিনের একমাত্র গোলেই বহু প্রতীক্ষিত জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়ামজুড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও। দুই যুগের অপেক্ষার পর ভারতের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ ফুটবলের জন্য বড় প্রাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩