সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শেখ হাসিনার মৃত্যুদণ্ড জকসু নির্বাচন: ছাত্রদল ও ছাত্রঅধিকারের ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা মাভাবিপ্রবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের অঙ্গীকার জাবি সিনেটে জাকসুর পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত ২৩ প্রকাশনীকে নিয়ে কুয়েটে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী বই উৎসব মুরাদনগরে উপজেলা প্রশাসনের ধারাবাহিক মোবাইল কোর্ট ও অভিযান চব্বিশের গণ-অভ্যুত্থান দমনে পরিচালিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাবিতে জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি শিক্ষার্থীদের মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শেরপুর-২ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর কৃষকদের সঙ্গে মতবিনিময় শেরপুরের নকলায় থানায় ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় ৫ জনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের কার্যক্রম স্থগিতের নির্দেশনা নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার জাবিতে হল কক্ষে মাদক সেবনরত অবস্থায় আটক ৩ কুড়িগ্রামে নানান আয়োজনে নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল হিজলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাবিতে জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল

আমির ফয়সাল, জাবি প্রতিনিধি:

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে সংগঠনটির নেতা কর্মীরা এ মশাল মিছিল শুরু করেন। মিছিলটি বটতলা চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের “অদম‍য ২৪”এর পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখার যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আয়ান বলেন,, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাধারণ ছাত্র জনতার উপর যে হত্যাকান্ড চালানো হয়েছিলো তার নির্দেষদাতা ছিলো তৎকালীন সরকার, স্বৈরশাসক ও গণহত্যাকারী শেখ হাসিনা। হাসিনা যেখানেই থাকুক না কেনো, তাকে দেশে এনো সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আশা করছি আগামীকাল আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন একটি রায় দিবে। খুনি হাসিনা এদেশে যে গুম,খুন ও নারকীয় হত‍যা চালিয়েছিল, বাংলাদেশে যে ত্রাসের সাম্রাজ‍য কায়েম করেছিল তার সুষ্ঠু বিচারের একটি প্রতিফলন যাতে কালকে রায়ের মধ‍যে আমরা দেখতে পারি।”

এসময় সমাবেশে সংহতি জানিয়ে আধিপত্যবাদ বিরোধী মঞ্চের আহবায়ক আনজুম শাহরিয়ার বলেন, “এদেশে এমন কোনো অপরাধ নেই যা খুনি হাসিনা ও তার দোসরেরা কায়েম করেনি। এদেশে মায়েরা, এদেশের ভাইয়েরা এদেশের বোনেরা তার কোনো বিচার পায়নি। তার প্রতিবাদে আমরা ২৪ এ যে গণঅভ্যুত্থান করেছিলাম, দেড় বছর পর আগামীকাল খুনি হাসিনার সেই মামলার প্রত‍যাশিত রায় হতে যাচ্ছে। আমরা বাংলাদেশ সংবিধান ও আন্তর্জাতিক অপরাধ ট‍রাইবুনালের বিধান অনুযায়ী খুনি হাসিনার শাস্তির দাবি জানাচ্ছি। একইসাথে জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িত ছিলো তাদের বিরুদ্ধেও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে।”

সমাবেশে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখার সভাপতি (একাংশ) জাহিদুল ইসলাম ইমন বলেন, “বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে চাওয়া, শেখ হাসিনা পালানোর দেড় বছর পর সেই খুনীর বিচার হতে চলেছে। এটি অত্যন্ত আনন্দের যে অবশেষে খুনি হাসিনার বিচার হতে যাচ্ছে, কিন্তু একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ৩ দিন যে নারকীয় হামলা চালানো হয়েছে, গন অভূত্থানের প্রোডাক্ট দাবি করা আমাদের মাননীয় ভিসি স‍যার ও জাবি প্রশাসন তার দৃশ‍যমান কোনো বিচার আমাদেরকে এখনো দেখাতে পারেনি।”

সমাপনী বক্তব্যে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার যুগ্ম সদস্য সচিব নাহিদ হাসান ইমন বলেন, “খুনি বিগত বছরগুলোতে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন‍য এদেশে গুম, খুন ও ব‍যাপক হত‍যাযজ্ঞ চালিয়েছে। সে ভেবেছিল এ দেশটা তার বাবার। আমরা বলতে চাই এই দেশটা কারো বাবার না।আমরা মনে করি প্রত‍যেকটি ফিরাউনের জন‍য একেকটি মুসা আসে। শেখ হাসিনার মতো ফিরাউনের জন‍য ২৪ এর ছাত্র জনতাই ছিল সেই মুসা। কালকে শেখ হাসিনা যথোপযুক্ত বিচারের মাধ্যমে শেখ হাসিনা এদেশে যে বিচারবহির্ভূত, সংবিধানবহির্ভূত যেসব শাস্তির অনুষ্ঠান শুরু করেছিল সেখানে সংবিধান প্রয়োগ করে তাকে দেশে এনে তাকে বিচার করতে হবে এবং ২৪ এর গনঅভ্যুত্থানকে পুর্নতা দেওয়া হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩