বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাবিতে জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল

আমির ফয়সাল, জাবি প্রতিনিধি:

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে সংগঠনটির নেতা কর্মীরা এ মশাল মিছিল শুরু করেন। মিছিলটি বটতলা চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের “অদম‍য ২৪”এর পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখার যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আয়ান বলেন,, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাধারণ ছাত্র জনতার উপর যে হত্যাকান্ড চালানো হয়েছিলো তার নির্দেষদাতা ছিলো তৎকালীন সরকার, স্বৈরশাসক ও গণহত্যাকারী শেখ হাসিনা। হাসিনা যেখানেই থাকুক না কেনো, তাকে দেশে এনো সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আশা করছি আগামীকাল আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন একটি রায় দিবে। খুনি হাসিনা এদেশে যে গুম,খুন ও নারকীয় হত‍যা চালিয়েছিল, বাংলাদেশে যে ত্রাসের সাম্রাজ‍য কায়েম করেছিল তার সুষ্ঠু বিচারের একটি প্রতিফলন যাতে কালকে রায়ের মধ‍যে আমরা দেখতে পারি।”

এসময় সমাবেশে সংহতি জানিয়ে আধিপত্যবাদ বিরোধী মঞ্চের আহবায়ক আনজুম শাহরিয়ার বলেন, “এদেশে এমন কোনো অপরাধ নেই যা খুনি হাসিনা ও তার দোসরেরা কায়েম করেনি। এদেশে মায়েরা, এদেশের ভাইয়েরা এদেশের বোনেরা তার কোনো বিচার পায়নি। তার প্রতিবাদে আমরা ২৪ এ যে গণঅভ্যুত্থান করেছিলাম, দেড় বছর পর আগামীকাল খুনি হাসিনার সেই মামলার প্রত‍যাশিত রায় হতে যাচ্ছে। আমরা বাংলাদেশ সংবিধান ও আন্তর্জাতিক অপরাধ ট‍রাইবুনালের বিধান অনুযায়ী খুনি হাসিনার শাস্তির দাবি জানাচ্ছি। একইসাথে জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িত ছিলো তাদের বিরুদ্ধেও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে।”

সমাবেশে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখার সভাপতি (একাংশ) জাহিদুল ইসলাম ইমন বলেন, “বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে চাওয়া, শেখ হাসিনা পালানোর দেড় বছর পর সেই খুনীর বিচার হতে চলেছে। এটি অত্যন্ত আনন্দের যে অবশেষে খুনি হাসিনার বিচার হতে যাচ্ছে, কিন্তু একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ৩ দিন যে নারকীয় হামলা চালানো হয়েছে, গন অভূত্থানের প্রোডাক্ট দাবি করা আমাদের মাননীয় ভিসি স‍যার ও জাবি প্রশাসন তার দৃশ‍যমান কোনো বিচার আমাদেরকে এখনো দেখাতে পারেনি।”

সমাপনী বক্তব্যে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার যুগ্ম সদস্য সচিব নাহিদ হাসান ইমন বলেন, “খুনি বিগত বছরগুলোতে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন‍য এদেশে গুম, খুন ও ব‍যাপক হত‍যাযজ্ঞ চালিয়েছে। সে ভেবেছিল এ দেশটা তার বাবার। আমরা বলতে চাই এই দেশটা কারো বাবার না।আমরা মনে করি প্রত‍যেকটি ফিরাউনের জন‍য একেকটি মুসা আসে। শেখ হাসিনার মতো ফিরাউনের জন‍য ২৪ এর ছাত্র জনতাই ছিল সেই মুসা। কালকে শেখ হাসিনা যথোপযুক্ত বিচারের মাধ্যমে শেখ হাসিনা এদেশে যে বিচারবহির্ভূত, সংবিধানবহির্ভূত যেসব শাস্তির অনুষ্ঠান শুরু করেছিল সেখানে সংবিধান প্রয়োগ করে তাকে দেশে এনে তাকে বিচার করতে হবে এবং ২৪ এর গনঅভ্যুত্থানকে পুর্নতা দেওয়া হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩