বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর… মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

দোয়ারাবাজারের কৃতি কন্যা শারমিন জাহান মিতা ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

ইয়াসিন আলী খান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

শারমিন জাহান মিতার ছোটবেলার স্বপ্ন ছিল শিক্ষক হওয়া- জ্ঞান ছড়িয়ে দেওয়া, তরুণ প্রজন্মকে আলোর পথে এগিয়ে নেওয়া। সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে দোয়ারাবাজারের সুরমা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের কৃতি কন্যা শারমিন জাহান মিতা’র জীবনে। ৪৪তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইংরেজি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি কৃতিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মিতার এই সাফল্যের খবরে দোয়ারাবাজারের প্রত্যন্ত টিলাগাঁও গ্রামে আনন্দের ঢেউ উঠেছে। পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী যেন নিজেদেরই কোনো স্বপ্ন পূরণ হতে দেখছেন তাঁর মাধ্যমে।

শিক্ষাজীবনে একাগ্রতা ও মেধার দুর্লভ সমন্বয়ে এগিয়ে চলা মিতা ২০১১ সালে টেংরাটিলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৩ সালে সরকারি মহিলা কলেজ, সিলেট থেকে এইচএসসি পাস করেন কৃতিত্বের সঙ্গে। পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স উভয় পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে প্রমাণ করেছেন নিজের যোগ্যতা ও মেধার উৎকর্ষ।

তিনি দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত পরিসংখ্যানবিদ আব্দুল মন্নাফ ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সহকারী বেগম ফাতেমা আক্তার দম্পতির জ্যেষ্ঠ কন্যা।

২০২০ সালে পারিবারিক সিদ্ধান্তে তাঁর বিয়ে হয় মৌলভীবাজার জেলার কুলাউড়ার মো. মুহিবুর রহমানের সঙ্গে, যিনি বর্তমানে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে প্রশিক্ষণরত।

নিজের এই সাফল্য প্রসঙ্গে শারমিন জাহান মিতা আবেগময় কণ্ঠে বলেন- ‘এই অর্জন আমার জীবনের এক বিশেষ অধ্যায়। আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা আর নিজের পরিশ্রম- সবকিছুর ফল এটি। আমি চাই, দেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরাও যেন বড় স্বপ্ন দেখে, সাহস রাখে, আর নিজেদের যোগ্যতায় সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়।’

কন্যার সাফল্যে আবেগাপ্লুত পিতা আব্দুল মন্নাফ বলেন- মিতা ছোটবেলা থেকেই অধ্যবসায়ী, আত্মনির্ভরশীল আর দায়িত্বশীল ছিল। তার সাফল্য আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। এই অর্জন শুধু আমাদের পরিবারের নয়, পুরো দোয়ারাবাজারবাসীর গর্ব।’

তাঁর মা বেগম ফাতেমা আক্তার বলেন- আমার মিতা ছোটবেলা থেকেই আলাদা ছিল- খুব মনোযোগী, নিজের কাজ নিজে করতে ভালোবাসত। কখনোই সময় নষ্ট করত না। আজ তার সাফল্যে আমার চোখে পানি আসে, তবে সেটা গর্বের আনন্দের অশ্রু। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি— সে যেন সৎ, ন্যায়নিষ্ঠ ও মানবিক শিক্ষক হিসেবে দেশের সন্তানদের আলোর পথে নিয়ে যেতে পারে।’

শারমিন জাহান মিতার এই কৃতিত্ব এখন দোয়ারাবাজার ও সুনামগঞ্জের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক। এলাকার মানুষের বিশ্বাস— তিনি ভবিষ্যতে দেশের শিক্ষা অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবেন, আলোকিত করবেন সমাজ ও প্রজন্মকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩