সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শাহজাহান খান ও স্ত্রী-সন্তানের নামে তিন মামলার সিদ্ধান্ত অনিরাপদ খাদ্যের কারণে দিনে ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন, উদ্বেগে পশ্চিমারা ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ কাজী জাফর কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা চিন্তা করতেন – কাজী নাহিদ ফরিদপুর ৪ টি আসনে জামায়াতের সব প্রার্থী চূড়ান্ত জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, মামলা-বাণিজ্য করে না: ডা. শফিকুর ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে যা বললেন জিএম কাদের ছাত্র-জনতার অভ্যুত্থান বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছেঃ ড. ইউনূস দেশত্যাগে নিষেধাজ্ঞা ইস্যুতে চমকপ্রদ তথ্য দিলেন বিজয় শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে ষড়যন্ত্র হচ্ছে – কামরুল হুদা পালিয়ে ভারত গিয়েছেন, আমরা মহাভারত রচনা করে দেবো : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলাল। চৌদ্দগ্রামে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া,ইট ব্যবহার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর

চৌদ্দগ্রামে কুয়াশাচ্ছন্ন মহাসড়কে বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে আহত ৪

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে কুয়াচ্ছন্ন মহাসড়কে যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের ঘুমন্ত ২৮ যাত্রী। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানা উপ-পরিদর্শক মাহবুব হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে জগন্নাথদীঘির দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ণ করে ড্রাম ট্রাক(ফেনী ড-১১-০৯২৪) ফেনীর দিকে ফিরছিল। কুয়াচ্ছন্ন আবহাওয়ায় মুহুর্তের মধ্যে চট্টগ্রামমুখী যাত্রীবাহী স্লিপার বাস সেন্টমার্টিন এক্সপ্রেস(ঢাকামেট্রো-ব-১২-২৭৪৫) ড্রাম ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে বাসের সামনের অংশ দুমড়ে যায়। এতে বাসের দুই যাত্রী ও ড্রাম ট্রাকের চালক আবদুল আমান, সহকারী শহীদুল ইসলাম আহত আহন। বাসের আহত দুই যাত্রীর নাম জানা যায়নি। স্থানীয় লোকজন দুর্ঘটনার খবর পেয়ে স্লিপার বাসের গ্লাস ভেঙে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে।
দুর্ঘটনায় ড্রাম ট্রাকের আহত সহকারী শহীদুল ইসলাম বলেন, ব্রিকস্ ফিল্ডে মাটির কাজ শেষে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে মহাসড়কের একপাশ থেকে অপর পাশে যাওয়ার সময় যাত্রীবাস ধাক্কা দেয়। এতে ড্রাম ট্রাক ও বাস দুইটিই ক্ষতিগ্রস্ত হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাহবুব হোসেন বলেন, ‘দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে’।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩