শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নাসির নগরে উৎসাহ উদ্দীপনায় ৫৪ তম সমবায় দিবস পালিত বাকসুর খসড়া গঠনতন্ত্র প্রকাশ, কেন্দ্রীয় সংসদে পদ ২৫ টি পঞ্চগড়ে টানা বৃষ্টিতে শীতের আগমনের বার্তা পাঁচ সন্তান জন্ম দেয়া পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিলো ইসলামী তরুণ সমাজ বাউফল আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্ট সংগঠন: হাসনাত আবদুল্লাহ হেলিকপ্টারে এসে একমাত্র মেয়ের শেষ বিদায় দিলেন প্রবাসী বাবা খুবিতে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর, পরীক্ষার কেন্দ্র এবার চার বিভাগে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের আয়কর নথি জব্দের নির্দেশ দুদকের কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার লাশ উদ্ধার চান্দিনায় হাতপাখার প্রার্থীর মটরসাইকেল শোডাউন ববিতে ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান জবিতে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএসএফের হস্তান্তর করা ১৯ জনকে থানায় হস্তান্তর করলো বিজিবি বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস: ডা. জাহিদ হোসেন ঠাকুরগাঁওয়ে ৩৫ বছর কর্মজীবন শেষে শিক্ষকের সম্মানজনক বিদায় পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক জগন্নাথে প্রথমবারের মতো “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫” বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিক্ষার্থীদের নিজস্ব কন্ট্রোল সিস্টেমে কুয়েটে চালু হলো অটোমেটিক ওয়াশিং মেশিন

কুবিতে ‘প্রভাতী’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক সংগঠন ‘প্রভাতী’র উদ্যোগে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে দিনব্যাপী এ ক্যাম্পেইন হয়েছে।

ক্যাম্পেইনের সহযোগিতায় ছিলেন ইস্টার্ন মেডিক্যাল কলেজ। দিনব্যাপী এই ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১৫শ জন বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়–গাইনি, মনোরোগ ও কাউন্সেলিং, চর্ম, দাঁতের চিকিৎসা এবং মেডিসিন এই পাঁচটি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

ক্যাম্পেইনটি পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘আজ প্রভাতী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা স্বাস্থ্য বিষয়ে ফ্রি চিকিৎসা পাচ্ছে। আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে হবে। সে জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন, আশা করি আমরা পাশে থাকবো।’

চিকিৎসা সেবা নিতে আসা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শিমু বলেন, ‘আজকে যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে এটা খুব ভালো ছিলো। আমি কয়েকটা জায়গায় দেখালাম উনাদের ব্যবহার ও পরামর্শ খুব ভালো ছিলো। আমি মনে করি এই ধরনের আয়োজন বেশি বেশি দরকার।’

ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদি হসান বলেন, ‘আজকে প্রভাতী কর্তৃক যে মেডিক্যাল ক্যাম্পেইনটি আয়োজন করা হয়েছে, এটা আসলে খুব ভালো ছিল। আমি দুই জায়গায় দেখিয়েছি। ডাক্তারদের পরামর্শ খুব ভালো ছিলো।’

প্রভাতী’র আহ্বায়ক আহমেদ আব্দুল্লাহ তারেক বলেন, ‘প্রভাতী কর্তৃক আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং ২০২৫ এর মূল লক্ষ্য ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত সেবা না থাকায় আমরা শিক্ষার্থীদের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে প্রভাতী প্রতিষ্ঠা করেছি। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। প্রায় ১২০০–১৫০০ জন সেবা নিয়েছেন। ভবিষ্যতেও প্রভাতী শিক্ষার্থীদের মৌলিক অধিকার, চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে কাজ করে যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩