বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় জগন্নাথে শোক সভা জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ববিতে বোটানির ছাত্র ইমনের বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তা ও উত্যক্তের অভিযোগ বাঘাইছড়িতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় চরম আতঙ্কে এলাকাবাসী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ত্রিশালে সড়ক দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী নিহত কুবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে শ্যামাপূজা শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে মা-বাবার ভূমিকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর কুবিতে আব্দুল কাদের জিলানী (রহ.) এর মৃত্যুবার্ষিকী পালন ব্রাইট ইংলিশ টিচিং হোম-এ গাছ বিতরণ করে বিদায় অনুষ্ঠান লংগদু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় দিবসের মঞ্চে জবি শিক্ষার্থী জুবায়েদের জানাজা সম্পন্ন নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানিঃ রুহুল কবীর রিজভী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক পেলেন গবেষণা প্রণোদনা ঠাকুরগাঁওয়ে প্রয়াত স্কাউটারদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠান জবি শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল মুন্সিগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণে নারী ও শিশু অধিকার ফোরাম

কুবিতে আব্দুল কাদের জিলানী (রহ.) এর মৃত্যুবার্ষিকী পালন

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধিঃ

গাউছিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে কুতুবে রাব্বানি, মাহবুব এ সুবহানি, গাউসুল আজম, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রাহঃ) এর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শিরনি বিতরণ এবং শানে মোস্তফা হামদ ও নাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২০শে অক্টোবর) দুপুর ২ টায় গাউসিয়া কমিটি কুবি শাখার সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হামদ ও নাত প্রতিযোগিতায় ১৩ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইসলামিয়া মাদ্রাসার অধ্যাপক মুফতি ইব্রাহিম আল কাদ্বেরী এবং প্রধান অথিতি হিসেব উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরন মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাবের হোসাইন এবং কাজী কায়কোবাদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখা কতৃক আয়োজিত সুফিবাদের জনক আবদুল কাদের জিলানী (রাহ.) এর স্মরণে যে স্মরণসভা হচ্ছে, তা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের জন্য সুন্দর বার্তা দেয়। আমরা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে দেখতে পাই শতশত মার্ডার হচ্ছে। কিন্তু, কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। এই সকল উগ্রবাদীদের রুখে দেওয়ার জন্য আমারা গাউসিয়া কমিটির সহযোগিতা কামনা করছি। অলি আউলিয়ার মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। কিন্তু, আমরা দেখতে পাই ফেরকাবাদ মওদুদীবাদ ইসলামের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা চায় আমাদের সুফিবাদের আদর্শ গাউসিয়া কমিটির মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দিবে।’

বিশেষ অতিথি আমরা কুমিল্লা তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা কাজী কায়কোবাদ বলেন, ‘আজকের অনুষ্ঠান ফাতেহা-ই-ইয়াজদাহম। আমাদের করণীয় হলো সৈয়দ মোহাম্মদ আবদুল কাদের জিলানী (রাহ.)-এর রেখে যাওয়া আদর্শ এ দেশের আপামর জনসাধারণের নিকট পৌঁছে দেওয়া। আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণ-তরুণী, আপনাদের এবং গাউসিয়া কমিটির মাধ্যমে আবদুল কাদের জিলানী (রাহ.)-এর আদর্শ ও নৈতিকতার ভিত্তি সারা দেশ-দেশান্তরে প্রতিটি বাড়ি-ঘরে পৌঁছে যাবে।’

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মাকছুদুল করিম বলেন, ‘গাউসিয়া কমিটি বাংলাদেশে একটি অরাজনৈতিক সংগঠন। এটির প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে মানবসেবা করা এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা যেখানে যেই অবস্থায় আছি, যদি আমাদের নিয়ত ঠিক রাখতে পারি আল্লাহ তায়ালা আমাদের সাহায্য করবেন। ফাতিহা-ই-ইয়াজদাহম মানে সাধারণ কোনো ব্যক্তির ইন্তেকাল বা মৃত্যুবার্ষিকী নয়; এটি আবদুল কাদের জিলানী (রাহ.)-এর বিদায়ের দিন।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩