সানজানা তালুকদার, কুবি প্রতিনিধিঃ
গাউছিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে কুতুবে রাব্বানি, মাহবুব এ সুবহানি, গাউসুল আজম, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রাহঃ) এর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শিরনি বিতরণ এবং শানে মোস্তফা হামদ ও নাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২০শে অক্টোবর) দুপুর ২ টায় গাউসিয়া কমিটি কুবি শাখার সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হামদ ও নাত প্রতিযোগিতায় ১৩ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইসলামিয়া মাদ্রাসার অধ্যাপক মুফতি ইব্রাহিম আল কাদ্বেরী এবং প্রধান অথিতি হিসেব উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরন মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাবের হোসাইন এবং কাজী কায়কোবাদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, 'গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখা কতৃক আয়োজিত সুফিবাদের জনক আবদুল কাদের জিলানী (রাহ.) এর স্মরণে যে স্মরণসভা হচ্ছে, তা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের জন্য সুন্দর বার্তা দেয়। আমরা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে দেখতে পাই শতশত মার্ডার হচ্ছে। কিন্তু, কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। এই সকল উগ্রবাদীদের রুখে দেওয়ার জন্য আমারা গাউসিয়া কমিটির সহযোগিতা কামনা করছি। অলি আউলিয়ার মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। কিন্তু, আমরা দেখতে পাই ফেরকাবাদ মওদুদীবাদ ইসলামের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা চায় আমাদের সুফিবাদের আদর্শ গাউসিয়া কমিটির মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দিবে।'
বিশেষ অতিথি আমরা কুমিল্লা তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা কাজী কায়কোবাদ বলেন, 'আজকের অনুষ্ঠান ফাতেহা-ই-ইয়াজদাহম। আমাদের করণীয় হলো সৈয়দ মোহাম্মদ আবদুল কাদের জিলানী (রাহ.)-এর রেখে যাওয়া আদর্শ এ দেশের আপামর জনসাধারণের নিকট পৌঁছে দেওয়া। আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণ-তরুণী, আপনাদের এবং গাউসিয়া কমিটির মাধ্যমে আবদুল কাদের জিলানী (রাহ.)-এর আদর্শ ও নৈতিকতার ভিত্তি সারা দেশ-দেশান্তরে প্রতিটি বাড়ি-ঘরে পৌঁছে যাবে।'
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মাকছুদুল করিম বলেন, 'গাউসিয়া কমিটি বাংলাদেশে একটি অরাজনৈতিক সংগঠন। এটির প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে মানবসেবা করা এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা যেখানে যেই অবস্থায় আছি, যদি আমাদের নিয়ত ঠিক রাখতে পারি আল্লাহ তায়ালা আমাদের সাহায্য করবেন। ফাতিহা-ই-ইয়াজদাহম মানে সাধারণ কোনো ব্যক্তির ইন্তেকাল বা মৃত্যুবার্ষিকী নয়; এটি আবদুল কাদের জিলানী (রাহ.)-এর বিদায়ের দিন।'