মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
মো:সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:
সার সংকট নিরসন, সিন্ডিকেট বন্ধ ও কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিতসহ ৭ দফা দাবি জানিয়ে কৃষি মন্ত্রণালয়ের উদ্দেশ্যে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন-এর নিকট স্মারকলিপি হস্তান্তর করেন দলীয় নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, ঠাকুরগাঁও জেলায় আবাদযোগ্য জমির পরিমাণ দেড় লাখ হেক্টরেরও বেশি। কিন্তু কৃষকদের চাহিদার তুলনায় সরকার নির্ধারিত সার বরাদ্দ এক-চতুর্থাংশেরও কম। এতে কৃষকরা বাধ্য হচ্ছেন সিন্ডিকেটের কাছ থেকে অতিরিক্ত দামে সার কিনতে।
এনসিপি স্মারকলিপিতে পর্যাপ্ত সার বরাদ্দ, বণ্টন তদারকি জোরদার, কালোবাজারি রোধ এবং কৃষকদের ক্ষতিপূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এসময় দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী গোলাম মর্তুজা সলিম বলেন, “আমরা সরকারের কাছে দাবি জানাই— সার সরবরাহে সিন্ডিকেট যেন বন্ধ করা হয় এবং কৃষক নির্ধারিত দামে চাহিদা অনুযায়ী সার পেতে পারে। ঠাকুরগাঁও কৃষিনির্ভর জেলা, তাই সার সংকট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া জরুরি।”
দলটির পক্ষ থেকে আরও বলা হয়, কৃষকের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩