শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ভারতীয় ৪৪০ বোতল মদসহ পিকআপ ভ্যান আটক শ্রীবরদীতে তালা ভেঙ্গে পরীক্ষা নিলেন ইউএনও মাভাবিপ্রবিতে অপ্রীতিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সাথে আটক দুই সন্তানের মা প্রার্থিতা স্থগিতের পর নতুন চমক, নাদিরা মিঠু বিএনপির মনোনীত প্রার্থী কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক ডিমলায় কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ দোয়ারাবাজার সীমান্তে চেলা নদীতে বালু উত্তোলনকালে মাটি চাপায় যুবক আহত মাদারীপুরে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থী চারঘাটে পৌরসভা মাস্টার প্ল্যান সংক্রান্ত বিষয়ে পরামর্শকরণ সভা চারঘাটে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত লালপুরে ছেলের প্রতি অভিমান, মায়ের মর্মান্তিক আত্মহত্যা ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে সলিয়াবাকপুরে শ্রমিকদলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত কমলনগরে চকলেট ও টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা বাউফলে মানসিক ভারসাম্যহীন ছেলের আগুনে পুড়ে গেল ঘর খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘Career Path and Higher Education Expo-2025’ অনুষ্ঠিত শেরপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী আলোচনা সভা নাসির নগরে ০৮ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

গাছ চেনানো, কুইজ ও শপথ পাঠে মুখর বরিশালের আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়

পরিবেশ রক্ষায় শিশুদের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা

বরিশাল সদর প্রতিনিধিঃ

বরিশাল সদর উপজেলার কাউনিয়া বিসিক রোডে অবস্থিত আদর্শ পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কর্মশালা প্রকৃতির জন্য শিশুরা’ অনুষ্ঠিত হয়েছে।

২০২৫ সালের ১৯ অক্টোবর আয়োজিত এ কর্মশালাটি আয়োজন করে মিশন গ্রিন বাংলাদেশ এবং তত্ত্বাবধান করে প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন। কর্মশালায় কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সিফাত ই মঞ্জুর রোমান।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি, প্রাণী ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা। এতে শিশুদের গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি, পরিবেশবান্ধব জীবনযাপনের উপায় এবং নবায়নযোগ্য শক্তির (সৌর ও বায়ুশক্তি) প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গাছ চেনানো কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা এবং প্রকৃতি রক্ষার প্রতিজ্ঞা পর্ব। কুইজে বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ২৫টি ফলজ ও বনজ গাছের চারা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

কর্মশালার কো-অর্ডিনেটর ও প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সিফাত ই মঞ্জুর রোমান বলেনঃ প্রকৃতি রক্ষার শিক্ষাটা ছোটবেলা থেকেই শিশুদের মনে গেঁথে দিতে হবে। আজকের এই শিশুরাই আগামী দিনের পরিবেশ যোদ্ধা। আমরা চাই, তারা যেন প্রকৃতিকে ভালোবাসে, গাছ লাগায় এবং অন্যদেরও উদ্বুদ্ধ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বলেন: এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের শুধু জ্ঞান দেয় না, তাদের মধ্যে দায়িত্ববোধও তৈরি করে। শিশুরা যদি ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি যত্নবান হয়, তবে ভবিষ্যতে একটি সবুজ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব।
একজন শিক্ষার্থী আনন্দ প্রকাশ করে বলেন:আজ আমরা জেনেছি গাছ লাগানো কত গুরুত্বপূর্ণ। আমি প্রতিজ্ঞা করেছি, আমি নিজে গাছ লাগাবো এবং আমার বন্ধুদেরও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা “সবুজ পৃথিবীর শপথ” পাঠের মাধ্যমে পরিবেশ রক্ষায় একসঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩