সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
গ্রাহকসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি আলীপুর উপশাখায় সি-আর-এম (Cash Recycling Machine) বুথের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার পর আনুষ্ঠানিকভাবে এ বুথের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক কলাপাড়া শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ ফারুক সিকদার।
সভাপতিত্ব করেন আলীপুর উপশাখার নির্বাহী কর্মকর্তা ও ইনচার্জ মোহাম্মদ ইমাম হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মহিপুর-আলীপুর বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মহিউদ্দিন হাওলাদার, রাজা মোল্লা, বেল্লাল কোম্পানি, আলমগীর হাওলাদার, দোয়েল ব্রিকসের সত্ত্বাধিকারী মিঠু, ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক মোঃ সাইফুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ ফারুক সিকদার বলেন, মার্কেন্টাইল ব্যাংক সর্বদা গ্রাহকদের সহজ, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। সি-আর-এম বুথ চালুর মাধ্যমে মহিপুর, আলীপুর ও কুয়াকাটা এলাকার গ্রাহকরা এখন আরও দ্রুত নগদ জমা ও উত্তোলন সুবিধা পাবেন।
এসম ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশ-এর পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন, মার্কেন্টাইল ব্যাংকের এই সি-আর-এম বুথ উদ্বোধনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের ব্যাংকিং সেবা আরও সহজ, আধুনিক ও সময়োপযোগী হয়েছে। এটি গ্রাহকদের আর্থিক লেনদেনে নতুন দিগন্ত উন্মোচন করবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩