রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
কুয়েট প্রতিনিধিঃ
১৮ই অক্টোবর, ২০২৫: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুই দিনব্যাপী ‘ক্লাব ফেয়ার ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে কুয়েটের সবগুলো ক্লাব অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
উৎসব চলাকালীন ক্লাবগুলো তাদের পরিচিতি, বিগত দিনের কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা দর্শনার্থী ও শিক্ষার্থীদের সামনে তুলে ধরে। শিক্ষার্থীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন আনন্দদায়ক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
ক্লাব ফেয়ারে দর্শনার্থীদের আকৃষ্ট করতে ক্লাবগুলো নানা ধরনের আকর্ষণীয় শো এবং গেমসেরও আয়োজন করে। শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও দর্শনার্থীদের প্রতিক্রিয়া বিবেচনা করে মোট ছয়টি ক্লাবকে যৌথভাবে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্ত ক্লাবসমূহ:
যৌথভাবে প্রথম স্থান: KUET Business and Entrepreneurship Club (KBEC) এবং TRY— একটি মানবকল্যাণমূলক সংগঠন।
যৌথভাবে দ্বিতীয় স্থান: Spectrum এবং Organization of KUET Sports (OKS)।
তৃতীয় স্থান: Dream – Voluntary Blood Donation Society of KUET এবং Protidhoni (Musical Association of KUET)।
শনিবার রাত ৯টায় ছাত্রকল্যাণ পরিচালক ড. বি. এম. ইকরামুল হক ক্লাব ফেয়ারের সমাপ্তি ঘোষণা করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি সকল ক্লাবকে সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। একই সাথে, তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতেও ছাত্রকল্যাণ দপ্তরের পরামর্শ ও সহযোগিতায় এমন সৃজনশীল ও আনন্দদায়ক আয়োজন করার আহ্বান জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩