শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবায় বিপ্লব আনতে পারে কুয়েট শিক্ষার্থীর উদ্ভাবিত ড্রোন চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুড়িগ্রামে আরসিসি গার্ডার ও পলেস্তারা খসে চরম ঝুঁকিতে দুটি সেতু গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেলেন সাবেক এমপি কায়কোবাদ পাঁচবিবি জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরের কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও র‍্যালি অনুষ্ঠিত মুরাদনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদারীপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিপুর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ঠাকুরগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও রাজাপুরে পৃথক কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই ভাগে বিভক্ত বিএনপি চৌদ্দগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি স্টুডেন্ট ফাউন্ডেশনের গ্রুপ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত চৌদ্দগ্রামে প্রাইভেটকার বোঝাই গাঁজাসহ চালক আটক কুড়িগ্রামে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময় এক বানরে অতিষ্ঠ কুবি, কামড়িয়েছে ১০-১২ জনকে চুনারুঘাটে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাইফের ওপর হামলা: গ্রেফতার সন্দেহভাজন যুবক বাংলাদেশি নয়

নবাবখ্যাত বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশি নয় বলে জানিয়েছেন তার আইনজীবী।

গত বুধবার রাতে সাইফের বান্দ্রার বাড়িতে হানা দেয় শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তি। ভারতীয় গণমাধ্যমের দাবি করে, শরিফুল মূলত বাংলাদেশি, কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর নাম পরিবর্তন করে মুম্বাইয়ে বাস করছিল।

ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে বলিউড বাবল বলছে, সন্দেহভাজন ব্যক্তি দীর্ঘ সাত বছর ধরে মুম্বাই বাস করছে। কিন্তু পুলিশ বলছে, ওই ব্যক্তি ছয় মাস আগে থেকে ভারতে রয়েছে। সাইফের ওপর চালানো হামলায় অভিযুক্ত ব্যক্তিকে শুধুমাত্র একবার সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গেছে।

শরিফুলের নাগরিকত্ব নিয়ে তার আইনজীবী সন্দীপ শেখানে বলেন, আদালত সন্দেহভাজন ব্যক্তির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে শরিফুল বাংলাদেশি- এমন কোনো তথ্য আদালতকে দিতে পারেনি পুলিশ। তাদের দাবি, শরিফুল ছয় মাস ধরে মুম্বাইয়ে রয়েছে সেটিও মিথ্যা। শরিফুল সাত বছর ধরে মুম্বাইয়ে বসবাস করছে। তার পরিবারও এখানে রয়েছে।

পুলিশের তদন্ত সঠিকভাবে হচ্ছে না- এমনটাও দাবি করেন এই আইনজীবী।

সাইফের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে রয়েছে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি)। শরিফুলকে গ্রেফতারে যে অভিযান চালানো হয় তাতে নেতৃত্ব দেন তিনি।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, শরিফুল মুম্বাইয়ে কাজ করতো। সাইফ ইস্যুর পর তিনি নিজ আবাসস্থল ও কর্মস্থলে থাকতে ভয় পাচ্ছিল। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩