নবাবখ্যাত বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশি নয় বলে জানিয়েছেন তার আইনজীবী।
গত বুধবার রাতে সাইফের বান্দ্রার বাড়িতে হানা দেয় শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তি। ভারতীয় গণমাধ্যমের দাবি করে, শরিফুল মূলত বাংলাদেশি, কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর নাম পরিবর্তন করে মুম্বাইয়ে বাস করছিল।
ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে বলিউড বাবল বলছে, সন্দেহভাজন ব্যক্তি দীর্ঘ সাত বছর ধরে মুম্বাই বাস করছে। কিন্তু পুলিশ বলছে, ওই ব্যক্তি ছয় মাস আগে থেকে ভারতে রয়েছে। সাইফের ওপর চালানো হামলায় অভিযুক্ত ব্যক্তিকে শুধুমাত্র একবার সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গেছে।
শরিফুলের নাগরিকত্ব নিয়ে তার আইনজীবী সন্দীপ শেখানে বলেন, আদালত সন্দেহভাজন ব্যক্তির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে শরিফুল বাংলাদেশি- এমন কোনো তথ্য আদালতকে দিতে পারেনি পুলিশ। তাদের দাবি, শরিফুল ছয় মাস ধরে মুম্বাইয়ে রয়েছে সেটিও মিথ্যা। শরিফুল সাত বছর ধরে মুম্বাইয়ে বসবাস করছে। তার পরিবারও এখানে রয়েছে।
পুলিশের তদন্ত সঠিকভাবে হচ্ছে না- এমনটাও দাবি করেন এই আইনজীবী।
সাইফের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে রয়েছে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি)। শরিফুলকে গ্রেফতারে যে অভিযান চালানো হয় তাতে নেতৃত্ব দেন তিনি।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, শরিফুল মুম্বাইয়ে কাজ করতো। সাইফ ইস্যুর পর তিনি নিজ আবাসস্থল ও কর্মস্থলে থাকতে ভয় পাচ্ছিল। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।