বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
জিলানী আখনজী, হবিগঞ্জ প্রতিনিধিঃ
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
সোমবার (১৩ অক্টোবর) চুনারুঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য রযালি, ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটির সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম।
চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান মাসুদ, সিনিয়র সহকারী মৎস কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দীকি, উপজেলা ব্যবস্থাপক (ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন- ঝঋউঋ) কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনির হোসেন জমদ্দার, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আবুল কালাম, স্টাফ অফিসার মোঃ মানিকুজ্জামান, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুক উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম, ডেইলি অবজারভার প্রতিনিধি এম এস জিলানী আখনজী ও ডিসিপি হাইস্কুলের শিক্ষক প্রতিনিধিসহ শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য রযালি বের করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া। ফায়ার সার্ভিসের সদস্যরা বাস্তব অনুশীলনের মাধ্যমে উপস্থিতিদের মাঝে দুর্যোগ মোকাবিলার করণীয় প্রদর্শন করেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম বলেন- প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের সচেতনতা ও পূর্ব প্রস্তুতি ক্ষয়ক্ষতি কমানোর মূল চাবিকাঠি। সরকার ও সমাজের প্রতিটি স্থরের সম্মিলিত উদ্যোগই পারে দুর্যোগের প্রভাব হ্রাস করতে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩