শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।
শনিবার (১১ অক্টোবর) ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুতুবপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অপর পাশে ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আরেকটি বাস এসে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শিবচর হাইওয়ে থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। সড়কটি কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
স্থানীয়রা জানান, ভোররাতে এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নিয়মিত টহল ও গতি নিয়ন্ত্রণের দাবিও জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩