শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে চালক নিহত কালকিনি উপজেলা প্রেসক্লাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সম্পাদক শাহজালাল জয়পুরহাট সদর উপজেলায় ৭ টি গরু চুরি পাঁচবিবি চাইল্ডহোম প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের হাতে সনদ ও সম্মাননা প্রদান জাজিরায় বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার মুরাদনগরে কবরস্থানের পাশে ড্রেজার ও পাইপ অপসারণ বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্র অসহায় মানুষের আশ্রয় স্থল চৌদ্দগ্রামে বেড়াতে যাওয়া দম্পতির ঘরে আগুন, থানায় অভিযোগ বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ ১০০ বছরের ইতিহাসে শিবগঞ্জে প্রথম সনাতনী সমাবেশ প্রক্টরকে ‘অপদার্থ’ বললেন জাবি উপাচার্য খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু চৌদ্দগ্রাম শিক্ষার গুনগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি চৌদ্দগ্রামে নগদের এসআর এর উপর কিশোর গ্যাং এর হামলা, গ্রেফতার-১ রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ এলাকা ঘোষণা ৩৫ বছর পর চাকসু নির্বাচন, ১২ সেপ্টেম্বর ভোট গ্রহণ

চৌদ্দগ্রামে সেনা অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) পতিনিধি :

কুমিল্লা চৌদ্দগ্রামে গুণবতী ইউনিয়নের রামপুর এলাকায় একটি বাড়িতে  অভিযান চালিয়ে অস্ত্র, দাঁড়ালো রামদা সহ সালাউদ্দিন খান নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ।
গ্রেপ্তারকৃত সালাউদ্দিন খান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী কালিয়াতল (বিষ্ণুপুর) গ্রামের শাহজাহান খানের পুত্র।
রবিবার সন্ধ্যায় ( ৫ জানুয়ারি) সোমবার সকালে চৌদ্দগ্রাম ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন ২৩ বীরের চৌদ্দগ্রাম ক্যাম্পের কমান্ডার মেজর মাহিন তথ্যটি নিশ্চিত করেন।
চৌদ্দগ্রাম সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় ফকিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সালাউদ্দিন খান নামে  দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী  কালিয়াতল রামপুর এলাকার অভিযান চালিয়ে তার বাড়ির পাশের দুইতলা ভবন, যা “লন্ডনের বাড়ি” নামে পরিচিত, থেকে একটি বন্দুক ও পাঁচটি ধারালো অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সালাউদ্দিন খান আরো জানান ওই ভবনটিতে স্থানীয় সন্ত্রাসীদের নির্যাতনের সেল হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি রিয়াজ হুসেইন কামালের মালিকানাধীন।
সেনাবাহিনী আরো জানান সালাউদ্দিনের মোবাইল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তার নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র এই নির্যাতন কক্ষ পরিচালনা করত।
মেজর মাহিন আরও জানান, সশস্ত্র অপরাধীদের মূলোৎপাটনের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয় এবং এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন খানের বিরুদ্ধে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জাম বলেন, রাতে সালাউদ্দিন খান নামীয় একজনকে অস্ত্রসহ আটক করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩