শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে চালক নিহত কালকিনি উপজেলা প্রেসক্লাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সম্পাদক শাহজালাল জয়পুরহাট সদর উপজেলায় ৭ টি গরু চুরি পাঁচবিবি চাইল্ডহোম প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের হাতে সনদ ও সম্মাননা প্রদান জাজিরায় বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার মুরাদনগরে কবরস্থানের পাশে ড্রেজার ও পাইপ অপসারণ বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্র অসহায় মানুষের আশ্রয় স্থল চৌদ্দগ্রামে বেড়াতে যাওয়া দম্পতির ঘরে আগুন, থানায় অভিযোগ বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ ১০০ বছরের ইতিহাসে শিবগঞ্জে প্রথম সনাতনী সমাবেশ প্রক্টরকে ‘অপদার্থ’ বললেন জাবি উপাচার্য খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু চৌদ্দগ্রাম শিক্ষার গুনগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি চৌদ্দগ্রামে নগদের এসআর এর উপর কিশোর গ্যাং এর হামলা, গ্রেফতার-১ রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ এলাকা ঘোষণা ৩৫ বছর পর চাকসু নির্বাচন, ১২ সেপ্টেম্বর ভোট গ্রহণ

সিরাজগঞ্জে ৪ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক মকবুল হোসেন ও সাইফুল ইসলামকে হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদন্ড ও ৮ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে মৃত্যুদন্ডপ্রাপ্ত ৪ জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ৮ জনকে ২৫ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই আদেশ প্রদান করেন।
এই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল ও এপিপি আব্দুল লতিফ আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের হাসানুর রহমান হাসু, মো. কাওসার আলী, মো. মোয়াজ্জেম হোসেন রিন্টু ও জাহিদুল ইসলাম জালিম। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের মো. মোতালেব, রেজাউল, সাদ্দাম, মনির হোসেন, আশরাফ আলী, বেল্লাল হোসেন, দুলাল হোসেন, আব্দুল আওয়াল।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের কৃষক সাইফুল ইসলামের সাথে প্রতিবেশী আবুল কালামের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
২০১৭ সালের ২১ জানুয়ারি সকালে সাইফুল ইসলাম তার ভাই সোনা মিয়া, আবুল কালাম, মকবুল হোসেনসহ অন্যরা বাড়ির উঠানে বসে ছিলেন।
এ সময় হাসানুর রহমান হাসুর নেতৃত্বে আসামিরা লাঠি, সোটা, দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে সাইফুল ইসলামের বাড়িতে এসে তাদের উপর হামলা চালায়। হামলায় মকবুল হোসেন, আবুল কালাম, সাইফুল ইসলাম, সোনা মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় আসামিরা ও তাদের লোকজন বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।
পরে আহতদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পরে মকবুল হোসেন, সোনা মিয়া ও সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় ভর্তি করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন ও সাইফুল ইসলামের মৃত্যু হয়।

এ ঘটনায় উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ৫১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মামলা চলাকালে ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ মামলার ৪ আসামিকে মৃত্যুদন্ড, ৮ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৯ জন আসামিকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩