রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আমতলীতে শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেফতার ১ সুন্দরবনে রাস উৎসবে যাওয়ার সময় হরিণের ফাঁদসহ আটক ৭ ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও শীতের আগমনী পিঠা মেলা ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ঢাবি ভাস্কর্য বিভাগের সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্স আপ জাবির “নাট্যম” বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি বৈরী আবহাওয়ায় পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত- বিপাকে নাচোলের কৃষকরা সুদানে গণহত্যার প্রতিবাদে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন বাউফল সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন নওগাঁয় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও সবজির খেত ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি জনগণের মুক্তির দিশারি: দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়ায় কৃষকের দুশ্চিন্তা পঞ্চগড় সদর হাসপাতাল উন্নয়নে জামায়াতে ইসলামীর ১০ লক্ষ টাকার চেক প্রদান কুমিল্লা বিভাগসহ ১০ দফা দাবিতে ঢাকাস্থ মুরাদনগর সমিতির মানববন্ধন সড়ক দুর্ঘটনায় বেকারি শ্রমিক নিহত মোহনগঞ্জে হেরোইনসহ চিহ্নিত মাদককারবারি রেনু পাঠান গ্রেপ্তার কিশোরগঞ্জে গোয়েন্দা অভিযানে জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ইটনায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ: মাছ বিতরণ এতিমখানায়

বেশি রাত জাগলে কী হয়, স্বাস্থ্যঝুঁকিতে বাড়ছে বাঙালির উদ্বেগ

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

বর্তমান যুগে রাত জাগা অনেকের জীবনের অংশ হয়ে উঠেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম রাত জেগে পড়াশোনা, মোবাইল ফোন ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানো কিংবা কাজের পেছনে সময় ব্যয় করে থাকেন। তবে চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত রাত জাগা শরীর ও মনের জন্য মারাত্মক ক্ষতিকর।

ঘুমের অভাবে শারীরিক ক্ষতি

চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। ঘুমের অভাব হলে শরীরের প্রতিরোধক্ষমতা কমে যায়। এর ফলে সহজেই রোগবালাই ধরতে পারে। মাথাব্যথা, চোখে জ্বালা, অস্থিরতা, হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, এমনকি স্থূলতা এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।

মানসিক স্বাস্থ্যে প্রভাব

বিশেষজ্ঞরা জানান, বেশি রাত জাগা মানসিক চাপ ও ডিপ্রেশনের অন্যতম কারণ। পর্যাপ্ত ঘুম না পেলে মস্তিষ্ক সঠিকভাবে বিশ্রাম পায় না, ফলে মনোযোগের ঘাটতি, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং কাজের দক্ষতা হ্রাস পায়। অনেক ক্ষেত্রে দীর্ঘদিন রাত জাগার কারণে মানুষ চঞ্চল, খিটখিটে এবং উদ্বিগ্ন স্বভাবের হয়ে ওঠেন।

তরুণদের জন্য বাড়তি বিপদ

বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে রাত জাগার প্রবণতা দিন দিন বাড়ছে। বিশেষ করে স্মার্টফোন, ভিডিও গেম, সিনেমা দেখা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে রাত ২-৩টা পর্যন্ত জেগে থাকার অভ্যাস তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে তাদের পড়াশোনা, ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে।

চিকিৎসকদের পরামর্শ

চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে জাগার অভ্যাস করতে হবে। রাত ১১টার মধ্যে ঘুমাতে পারলে শরীর সবচেয়ে বেশি উপকার পায়। ঘুমানোর আগে মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার না করাই ভালো। এছাড়া ঘুমানোর আগে হালকা খাবার খাওয়া, প্রার্থনা বা মেডিটেশন করাও শরীর ও মনকে প্রশান্ত করতে সহায়ক।

রাত জাগা অনেকের কাছে অভ্যাস মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। তাই সুস্থ জীবনযাপনের জন্য পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩