বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রাম ভেটেনারী হাসপাতাল পরিদর্শন করলেন বিভাগীয় পরিচালক গরু ধানের চারা খাওয়ায় বাকবিতণ্ডা, ৩ জনকে পিটিয়ে জখম গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ এবং ক্লাস শুরু কবে জেনে নেন কুমিল্লা-১১ সংসদীয় আসন সীমানা পূর্ণবহালের দাবী বিএনপির জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৫ উদ্বোধন কুড়িগ্রামে জুলাই শহীদ আশিক ”স্ট্রীট মেমোরি স্ট্যাম্প” এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন সন্ত্রাস বিরোধী মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার পত্নীতলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ হরিরামপুরে বন্যা পূর্বপ্রস্তুতি ও আগাম সাড়া দান মহড়া অনুষ্ঠিত উন্নয়নের ছোঁয়া লাগেনি কুয়াকাটার পূর্ব আলীপুর-আজিমপুর সড়কে, ভোগান্তিতে প্রায় ১০ হাজার মানুষ নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আব্দুর রহমানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার হলেন প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায় ইংরেজি শিখুন এখন চ্যাটজিপিটির সাহায্যে-বিনা খরচে, নির্ভরতায় এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত ৩৭ বছর পর নিকলীর হিমেল জয় করলেন ইংলিশ চ্যানেল কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু কটিয়াদীতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানান অনিয়ম স্বেচ্ছাচারীতা দুর্ণীতির অভিযোগ সহকারী শিক্ষিকার বৃত্তি পেলেন নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ কৃতি শিক্ষার্থী বরগুনায় ডেঙ্গু আউট ব্রেক প্রকল্পের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ

২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

বিপজ্জনক দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকো।

বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর এখন পর্যন্ত ৫৪ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন।
এর মধ্যে এক তৃতীয়াংশই নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। ইসরায়েলি বাহিনীর হাতে মোট ১৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ১৬ জন এবং লেবাননে দুজন সাংবাদিক নিহত হয়েছেন।

বাংলাদেশে এ বছর পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বলে আরএসএফ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। মেক্সিকোতেও বাংলাদেশের সমান পাঁচজন সাংবাদিকের প্রাণ গেছে।

প্রতিবেদনটিতে এ বছরের শুরু থেকে ১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য তুলে ধরা হয়েছে।

আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ।
গত পাঁচ বছরে অন্য যেকোনো দেশের চেয়ে এ বছর ফিলিস্তিনে নিহত সাংবাদিকের সংখ্যা বেশি।

আরএসএফ এর প্রতিবেদনে বলা হযেছে, সারা বিশ্বে ৫৫ জন সাংবাদিক এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন।
জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন। এছাড়া, ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন।

যে তিন দেশে সবচেয়ে বেশি সাংবাদিক কারাগারে রয়েছে, সেই দেশগুলো হলো চীন (১২৪), মিয়ানমার (৬১) ও ইসরায়েল (৪১)।

প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মোট ১৪৫ জনের বেশি সাংবাদিক ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন।
এর মধ্যে ৩৫ জন তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩