সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মার্কিন শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় চৌদ্দগ্রামে দুই হোটেলকে জরিমানা শহিদ মিনারে ২ দফা দাবি নিয়ে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক কামরুল হুদা, সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম

সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ

২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

বিপজ্জনক দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকো।

বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর এখন পর্যন্ত ৫৪ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন।
এর মধ্যে এক তৃতীয়াংশই নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। ইসরায়েলি বাহিনীর হাতে মোট ১৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ১৬ জন এবং লেবাননে দুজন সাংবাদিক নিহত হয়েছেন।

বাংলাদেশে এ বছর পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বলে আরএসএফ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। মেক্সিকোতেও বাংলাদেশের সমান পাঁচজন সাংবাদিকের প্রাণ গেছে।

প্রতিবেদনটিতে এ বছরের শুরু থেকে ১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য তুলে ধরা হয়েছে।

আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ।
গত পাঁচ বছরে অন্য যেকোনো দেশের চেয়ে এ বছর ফিলিস্তিনে নিহত সাংবাদিকের সংখ্যা বেশি।

আরএসএফ এর প্রতিবেদনে বলা হযেছে, সারা বিশ্বে ৫৫ জন সাংবাদিক এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন।
জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন। এছাড়া, ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন।

যে তিন দেশে সবচেয়ে বেশি সাংবাদিক কারাগারে রয়েছে, সেই দেশগুলো হলো চীন (১২৪), মিয়ানমার (৬১) ও ইসরায়েল (৪১)।

প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মোট ১৪৫ জনের বেশি সাংবাদিক ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন।
এর মধ্যে ৩৫ জন তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩