বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার চবির ৫৬৫তম সিন্ডিকেটে ১৫৩ নিয়োগের অভিযোগ মিথ্যা : দুদক শ্রীবরদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল লালমনিরহাটে গাছে ঝুলে ছিল এক নবমুসলিমের লাশ ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই : রাতভর অভিযানে গ্রেফতার ৭ ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কুয়েটে ভর্তির আবেদন শুরু : চলবে ২০২৬ সালের জুন পর্যন্ত অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত প্রার্থী আব্দুল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার জবিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সোচ্চারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জৈন্তাপুর থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে

পাকুন্দিয়ায় পতিত জমিতে তিল চাষে সাফল্য

 

মিয়া মোাহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড়ের বিশাল পতিত জমিতে প্রথমবারের মতো তিল চাষে সাফল্য লাভ করেছেন কৃষক আলফাজ উদ্দিন মানিক। চরের ৩৫ বিঘা জমিতে তিনি বিনা তিল-২ জাতের আবাদ করেছেন। এতে প্রথমবারেই বাম্পার ফলন পেয়েছেন। খরচ মিটিয়ে কয়েকগুণ লাভের আশা করছেন এ কৃষক। তার এ সফলতা দেখে অন্য কৃষকেরাও পতিত জমিতে তিল চাষে আগ্রহ দেখাচ্ছেন।

জানা গেছে, পাকন্দিয়া উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদেরপাড়ের লক্ষীরচরে ছয় বছরের জন্য ৩৫ বিঘা জমি ইজারা নেন ওই গ্রামেরই আলফাজ উদ্দিন মানিক। এরপর পতিত জমির আগাছা পরিস্কার করে সেখানে তিনি কৃষি বিভাগের পরামর্শে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বিনাতিল-২ এর আবাদ করেন। এতে তার বিঘা প্রতি সব মিলিয়ে খরচ হয়েছে চার হাজার টাকা। যে ফলন এসেছে তাতে বিঘা প্রতি ৪-৫মণ করে ফলন পাওয়ার আশা করছেন। বর্তমান বাজারে প্রতিমণ তিল ৫২০০-৫৫০০টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে তিনি খরচ মিটিয়ে কয়েকগুণ বেশি লাভের আশা করছেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় চরকাওনা লক্ষীরচরে ৩৫ বিঘা জমিতে প্রথমবারের মতো বিনা উদ্ভাবিত উন্নতজাত বিনা তিল-২ এর আবাদ করা হয়েছে। এতে প্রথমবারেই ব্যাপক ফলন এসেছে। খরচ মিটিয়ে আর্থিকভাবে লাভবান হবেন চাষিরা। তাছাড়া তিলের বাজার দরও ভালো। ওই পাঁচজনের সফলতা দেখে অন্য কৃষকেরাও তিল চাষে ঝুঁকছেন। আগামিতে এ উপজেলায় তিলের আবাদ আরো বাড়বে।

তিল চাষি আলফাজ উদ্দিন মানিক বলেন, ছয় বছরের জন্য ব্রহ্মপুত্র চরের ৩৫ বিঘা জমি ইজারা নিই। এরপর সেখানে পরপর দুইবছর আলুর চাষ করেছি। বছরে একটি ফলনই হতো। পরবর্তীতে কৃষি বিভাগের পরামর্শে বিনার সহযোগিতায় আরো চারজনকে নিয়ে পুরো জমিতে বিনাতিল-২ এর আবাদ করি। চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝিতে জমিতে বীজ বপন করি। বর্তমানে প্রতিটি তিলগাছে ফলন এসেছে।আগামি এক সপ্তাহের মধ্যে কর্তন শুরু হবে।তিনি আরো জানান, তিল চাষে প্রথমবারেই এমন বাম্পার ফলনে আমরা খুবই খুশি। আশা করছি খরচ মিটিয়ে কয়েকগুণ লাভ হবে।

স্থানীয় আরেক কৃষক শহীদুল ইসলাম বলেন, চরের পতিত জমিতে তিল চাষে এমন ফলন আসে তা আগে দেখিনি। আমরাও পতিত জমিতে তিল চাষ করব বলে ঠিক করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই-আলম বলেন, আমাদের উদ্দেশ্যে হচ্ছে এক ফসলি জমিকে দুই ফসলি জমিতে এবং পতিত জমিগুলোকে আবাদের আওতায় নিয়ে আসা। সেজন্য বিনার সহযোগিতায় ওই এলাকায় এক সঙ্গে ৩৫ বিঘা পতিত জমিতে বিনাতিল-২ এর আবাদ করানো হয়েছে। এতে বাম্পার ফলন এসেছে। আগামিতে পাশের পতিত জমিগুলোও আবাদের আওতায় চলে আসবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩