বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ১১:২২ অপরাহ্ন
মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ
মফস্বল সাংবাদিকতায় দীর্ঘ দুই দশকের আপোষহীন ভূমিকা ও সাহসী সাংবাদিকতার জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হলেন বরিশালের সাংবাদিক মামুনুর রশীদ নোমানী।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বার্ডস আই কনভেনশন সেন্টারে বার্তা প্রবাহ পত্রিকার ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী। প্রধান অতিথি ছিলেন নদী রক্ষা কমিশনের সচিব মো. মনিরুজ্জামান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিক মফিজুর রহমান লিটন ও গণমাধ্যম সংগঠক জাহিদ আহমেদ চৌধুরী।
মামুনুর রশীদ নোমানী বর্তমানে বরিশালের স্থানীয় দৈনিক “শাহনামা” পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং দৈনিক “বাংলার বন” পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাভূমি, মাতৃছায়া, আজকের বিজনেস বাংলাদেশ ও ইত্তেহাদ নিউজের গুরুত্বপূর্ণ দায়িত্বেও আছেন তিনি।
তিনি শুধু সাংবাদিকই নন, একজন লেখক, কলামিস্ট, সমাজসেবক ও সংগঠক হিসেবেও খ্যাতিমান। তিনি প্রতিষ্ঠা করেছেন
“এফএফএল বিডি ফাউন্ডেশন”, “এফএফএল ইয়ুথ ফাউন্ডেশন” এবং “ফ্রেন্ডস ফর লাইফ” সমবায় সমিতির মতো সামাজিক সংগঠন—যা পিছিয়ে পড়া ও বেকার যুবসমাজকে দক্ষ করে তুলছে।
২০০০ সালে একজন জুনিয়র রিপোর্টার হিসেবে যাত্রা শুরু করা নোমানী এখন অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। তিনি সচেতন নাগরিক আন্দোলন, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ সাংবাদিক ইউনিটির নেতৃত্বে রয়েছেন।
সাংবাদিকতায় অবদানের জন্য তিনি পেয়েছেন শেরেবাংলা পদকসহ বহু জাতীয় ও স্থানীয় পুরস্কার। সমাজে তাঁকে চিনে নেওয়া হয় একজন প্রতিবাদী, সাহসী ও আপোষহীন সাংবাদিক হিসেবে।
তিনি একাধিকবার হামলা-মামলার শিকার হলেও ন্যায়ের পক্ষে অবিচল থেকেছেন।
এই সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে নোমানী বলেন “সাংবাদিকতা আমার নেশা, দায়িত্ব আর দায়বদ্ধতার জায়গা। এ সম্মাননা আমাকে আরও দায়িত্ববান হতে উৎসাহ দেবে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩