বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রায়োদশ নির্বাচনকে সামনে রেখে মোংলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি (মঙ্গলবার) সকালে মোংলায় আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার মূল লক্ষ্য ছিল আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ লায়ন শেখ ফরিদুল ইসলামের নির্বাচনীয় প্রচারণা এবং সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি ও শৃঙ্খলা বজায় রাখা।
এসময় প্রতিটি ওয়ার্ডের যুবদলের মোংলা সেভেন স্টারের নেতৃত্বে বিশাল এক মিছিল মোংলা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে মিছিলটি মোংলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মোংলা শ্রমিক সংঙ্গের মাঠে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে যুবদলের অবস্থান শক্তিশালী করেন। সাধারণ মানুষের কাছে দলের লক্ষ্য ও উদ্দেশ্য পৌঁছে দেওয়া এবং দলের ভাবমূর্তি বজায় রেখে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা কর।
যুবদলের নির্বাচনী প্রচারণায় বক্তব্যে যুবদল নেতৃবৃন্দ বলেন, “যুবদল হচ্ছে দলের ভ্যানগার্ড। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ও সাহসের সাথে নির্বাচনী মাঠে কাজ করতে হবে। সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশগড়ার কাজে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, যুবদল নেতা সাইফুল সিকদার, সুমন হাওলাদার, নাজমুল হাওলাদার, রনি মোল্যা, রেজাউল কবির শুভ, শেখ মুহিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, শাহারিয়ার সুমন হাওলাদার, আবু নাছের। এছাড়া ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করে সভায় উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩