বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামন ঝালকাঠি-১ আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার বিকেলে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন পরিষদ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
তিনি বলেন, আল্লাহ পাক তাদের ক্ষমতায় যাওয়ার ৯০ শতাংশ রাস্তা তৈরি করে দিয়েছেন, বাকি ১০ শতাংশ জনগণ ও কর্মীদের মাধ্যমেই পূর্ণ হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে।
তিনি দাবি করেন, সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে সাফল্যের মাধ্যমে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা প্রমাণিত হয়েছে। এসময় তিনি কৃষক, রিকশাচালক, সবজীবিক্রেতা ও খেটে খাওয়া মানুষের পক্ষে রাজনীতি করার অঙ্গীকার করেন।
কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন গালুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ এনাম হোসাইন, সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম, এনসিপির নেতা মোহাম্মদ আহাদ সিকদারসহ দলীয় নেতাকর্মীরা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩