বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
আরাফাত হোসেন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুর-৩ আসনের লক্ষ্মীপুর ইউনিয়নস্থ সূর্যমনি বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস,এম আজিজুল হক-এর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গরবার বিকালে লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইয়াছিন মল্লিক-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা এস,এম আজিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান (সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালকিনি উপজেলা),
মহিউদ্দিন হাওলাদার (সদস্য সচিব, নির্বাচন পরিচালনা কমিটি, মাদারীপুর-৩), মাওলানা তামিম হুসাইন (জয়েন্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালকিনি পৌরসভা।
সভায় বক্তারা আগামী নির্বাচনে দেশ ও মানুষের কল্যাণে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে মাওলানা এস,এম আজিজুল হককে জয়যুক্ত করার আহ্বান জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩