রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সিলেট জেলা শাখার ৫৭ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ।
গতকাল রোববার (১৯ জানুয়ারি) রাতে নয়া পল্টনে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহমুদ কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আকবর হোসেন সিলেট জেলা কমিটির অনুমোদন প্রদান করেন।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোটারিয়ান রাসেল মাহমুদ এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন লায়েক আহমদ। এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে শাহীন আলী এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে শেখ রুমন আলী, ফজলুল করিম এনাম, নাহিদ ইসলাম ও আব্দুল আউয়াল মিছবাহসহ মোট ৫৭ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
কমিটি অনুমোদনের প্রতিক্রিয়ায় যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিছবাহ বলেন, বর্তমান সময়ে ইন্টারনেটভিত্তিক প্রচার-প্রচারণার বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কার্যক্রমের অংশ হিসেবেই সিলেট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী প্রচার দল দেশ ও দেশের বাইরে শিক্ষিত, মার্জিত ও মেধাবীদের সম্পৃক্ত করে বিএনপির মিডিয়া সেলের মতোই কার্যক্রম পরিচালনা করবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩