রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মহিপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল আত্রাইয়ে নিখোঁজের দেড় বছর পর সুমন হত্যার স্বীকারোক্তি, উদ্ধার দেহাবশেষ কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টি প্রার্থীর দিনভর লিফলেট বিতরণ ও গণসংযোগ স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বেকারদের মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে : জামায়াত আমির নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তার অভিযুক্ত হান্নান গ্রেফতার মুন্সীগঞ্জ পৌরবাসীর নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহে আধুনিকায়ন প্রকল্প ত্রিশালে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট পরিচালনা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ পুঠিয়ায় হলুদ চাষে বিপ্লব : ১০ কাঠা জমিতে ৯২ মন ফলন গোয়াইনঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭টি বসতঘর কুবিতে হাল্ট প্রাইজ বিজয়ী ‘টিম কাগজ ডট কম’ ত্রিশাল বাজারে কসমেটিকস ও ব্যাগের দোকানে অগ্নিকাণ্ড বাউফলে দাঁড়িপাল্লা প্রতীকের স্বাগত মিছিলে জনসমুদ্র পটুয়াখালী-২ আসনে ধানের শীষের পক্ষে কালাইয়ায় জনসমুদ্র বানেশ্বরে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান ট্রাকের চাপায় ঝরে গেলো একটি তাজা প্রাণ দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত নলছিটিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

আত্রাইয়ে নিখোঁজের দেড় বছর পর সুমন হত্যার স্বীকারোক্তি, উদ্ধার দেহাবশেষ

মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি: 

নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘ দেড় বছর ধরে নিখোঁজ থাকা সুমনের মৃত্যুর বিষয়টি অবশেষে নিশ্চিত হওয়া গেছে। উপজেলার কয়সা গ্রাম সংলগ্ন একটি এলাকা থেকে আজ তার শরীরের হাড় ও মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে সঙ্গে নিয়ে পুলিশ এই রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে।

নিখোঁজ সুমনের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৮ মাস আগে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবারের আশা প্রায় ক্ষীণ হয়ে এসেছিল। তবে আত্রাই থানা পুলিশের নিরলস তদন্তে এই জট খুলতে শুরু করে।

পুলিশ জানায়, সুমনের নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই আসামি সুমনকে হত্যা করে লাশ পুঁতে রাখার কথা স্বীকার করে। পরবর্তীতে আজ (শুক্রবার) আত্রাই থানা পুলিশের একটি বিশেষ দল আসামিকে সাথে নিয়ে উপজেলার কয়সা গ্রামের সেই নির্দিষ্ট স্থানে অভিযানে নামে। মাটি খুঁড়ে সেখান থেকে সুমনের শরীরের বিভিন্ন হাড় ও মাথার খুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দেহাবশেষ ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবার জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

আত্রাই থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, “আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা হাড়গোড় উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য উদঘাটনে কাজ করছি।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩